টলিউড (Tollywood) অভিনেত্রী ঋতাভরী (Ritabhari chakraborty)। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করে বাঙালি দর্শকদের নজর কেড়ে ছিলেন ঋতাভরী। বর্তমানে টলিউডের ডিভা অভিনেত্রী তিনি, ঋতাভরীর রূপের জাদুতেই কাত তার পুরুষ ভক্তরা। সবসময়ই লাইমলাইটে থাকতে পছন্দ করেন টলিউডের সুপার সেক্সি ও কুল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় অভিনেত্রী। নতুন নতুন ছবি পোস্ট করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভক্তেদের মন রাখেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে একদম সাদাসিধে লুকে খালি গলায় গান গাইতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সাদা আর পিঙ্ক মিক্স কালারের টপে একেবারে ঘরোয়া লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। আর খাল গলায় গান ধরেছেন ‘দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা’। গানের সাথে নেই কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক। শুধু মাত্র খালি গলাতেই গান গেয়েছেন অভিনেত্রী।
তবে কি বছর শেষের আগেই মনের মানুষকে উদেশ্য করে গান ধরেছেন অভিনেত্রী! আসলে তা হয়, সম্প্রতি অভিনেত্রী নিজের প্রথম গানের অ্যালবাম রিলিজ করেছেন। আর সেই গানের অ্যালবামের প্রথম গানটির খালি গলায় গেয়ে শোনালেন এদিন অভিনেত্রী। ঋতাভরীর এই গানের ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার করার পর থেকে ১৫ হাজারেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি। সাথে অভিনেত্রীর অনুগামীরা কমেন্ট করে তার গানের গলার প্রশংসাও করেছেন।
View this post on Instagram