• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়দিনে বাজল সানাই, সাত পাঁকে বাঁধা পড়লেন অভিনেত্রী! বিয়ের অ্যালবাম শেয়ার করলেন ঋতাভরী

Published on:

Ritabhari Chakraborty Shares sister Chitrangada Chakraborty's Marriage Album

টলিউড অভিনেত্রী (Tollywood actress) ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। যেমন সুন্দরী, তেমনই অভিনয়। এক কথায় ঋতাভরী দর্শকদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী। এবার সেই অভিনেত্রীর বাড়িতেই বাজল বিয়ের সানাই।

রবিবার অর্থাৎ বড়দিনের দিন সানাই বেজে উঠল ঋতাভরীর বাড়িতে। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। লাল রঙের বেনারসীতে অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। অপরদিকে তাঁর স্বামীকেও দুর্দান্ত দেখাচ্ছিল লাল-সাদা পাঞ্জাবিতে।

Ritabhari Chakraborty Diwali look

তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, আজ কিন্তু ঋতাভরী নন তবে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁর দিদি চিত্রাঙ্গদা (Chitrangada Chakraborty)। তিনিও বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। বড়দিনের দিন পরিণয় সূত্রে বাঁধা পড়লেন তিনি। ঋতাভরীর সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাবে দিদির বিয়ের আচার অনুষ্ঠানের নানান ছবি।

Chitrangada Chakraborty marriage

চিত্রাঙ্গদার স্বামীর নাম সম্বিত চ্যাটার্জি। শহর কলকাতার একটি রাজবাড়িতে বসেছিল তাঁদের বিয়ের আসর। বিয়ে দেন বিশিষ্ট মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। ঋতাভরী নিজে ‘ব্রহ্মা জানেন গোপন কম্ম’টি সিনেমায় একজন মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন। এবার অভিনেত্রীর দিদির বিয়েও একজন মহিলা পুরোহিতই দিলেন।

Chitrangada Chakraborty marriage

ঋতাভরীর জামাইবাবু সম্বিত পেশায় একজন সঙ্গীতশিল্পী। বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে তিনি। গত বছরই সাত পাক ঘোরার কথা ছিল চিত্রাঙ্গদা এবং সম্বিতের। কিন্তু করোনার জন্য হয়ে ওঠেনি। বিয়ে ঠিক হয়ে যাওয়া সত্ত্বেও চিত্রাঙ্গদা এবং তাঁর মা শতরূপা সান্যাল করোনা আক্রান্ত হওয়ায় তা দুই পরিবারের সম্মতিতে পিছিয়ে যায়। অবশেষে আজ এক হল চার হাত।

প্রসঙ্গত, ঋতাভরীর মতোই তাঁর দিদি চিত্রাঙ্গদাও গ্ল্যাম্র দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। ইন্ডাস্ট্রির ‘ভিন্টেজ গার্ল’ বলে ডাকা হয় তাঁকে। তাঁর মধ্যে ঐতিহ্য এবং সাবেকিয়ানার খুব সুন্দর মিশেল চোখে পড়ে। চিত্রাঙ্গদার বিয়ের সাজেও ধরা পড়েছে সেই চিত্র। লাল রঙের বেনারসী এবং সাবেকি সোনার গয়নায় দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥