• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৫ কেজি ওজন বাড়তেই ঢেপসি! নিজেই নিজেকে দেখে কাঁদতাম : ঋতাভরী

Published on:

Ritabhari Chakraborty opens up about her Weight Gaining and Losing journey

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) নামী নায়িকাদের মধ্যে একজন হলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। টেলিভিশন, বড়পর্দা মিলিয়ে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন বেশ অনেকগুলো বছর। এখন দর্শকরা একডাকেই চেনে তাঁকে। বিশেষত, পুরুষমহলে অভিনেত্রীর জনপ্রিয়তা দেখার মতো। ‘বং ক্রাশ’এর শিরোপাও রয়েছে এই ‘ফাটাফাটি’ নায়িকার দখলেই। সামাজিক মাধ্যমে একটু চোখ রাখলেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা।

ঋতাভরী এমন একজন অভিনেত্রী যার এক-একটি ছবিতেই ঘায়েল হয়ে যান অনুরাগীরা। যেমন সুন্দরী, তেমনই অভিনয়- অভিনেত্রীর ভক্তদের মতে তিনি সবদিক থেকে পারফেক্ট। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ নায়িকার মধ্যে কোনও খুঁত খুঁজে পাওয়া মুশকিল। যদিও সাম্প্রতিক অতীতে নেটিজেনদের একাংশ ওজন বেড়ে যাওয়ার কারণে বহু কটাক্ষ করেছেন তাঁকে।

Ritabhari Chakraborty weight gain

টলিপাড়ার এই সুন্দরী অভিনেত্রী যে একটু মোটা হয়ে গিয়েছেন তা হয়তো সকলেই জানেন। আর ঠিক সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুনতে হচ্ছে একাধিক কটাক্ষ। হাজারও ট্রোলিংয়ের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। নায়িকা এত মোটা কেন হবে? অনেকে তুলেছেন এই প্রশ্নও!

মডেল কিংবা অভিনেত্রী হলেই ছিপছিপে চেহারা থাকাটা বাধ্যতামূলক, অনেকেই এমন ধারণা পোষণ করেন। কিন্তু প্লাস সাইজ মডেলও যে হওয়া যায় তা অনেকেই জানেন না। সমাজের কিছু মানুষের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আস্ত একটা সিনেমা বানিয়ে ফেলেছেন ঋতাভরী। কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি ট্রোলিং।

Ritabhari Chakraborty Fatafati movie

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ ছবিতে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন ঋতাভরী। অনেকেই হয়তো জানেন, অস্ত্রোপচার করার পর এই টলি ডিভার প্রায় ৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। পরে ‘ফাটাফাটি’র জন্য আরও ওজন বাড়ান তিনি। এক্কেবারে ২৫ কেজি ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী।

এতখানি ওজন বাড়ানোর পরেও নাকি খুশি ছিলেন না অরিত্র! বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শ্যুটিংয়ের পর ডাবিং করতে গিয়ে সিনেমার কাহিনী দেখে ঋতাভরী নিজেই কেঁদে ফেলেছিলেন। বাস্তব জীবনে মোটা হওয়ার কারণে বহু মানুষকে জীবনের স্বাভাবিক ছন্দ থেকে পিছিয়ে পড়তে দেখেছিলেন টলি সুন্দরী। আর সেই কারণেই ছলছল করে উঠেছিল ঋতাভরীর চোখ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥