• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যেই ভালোবাসার পুরুষকে চুম্বনে ভরিয়ে দিলেন ঋতাভরী চক্রবর্তী! তুমুল ভাইরাল ভিডিও

Published on:

ভালোবাসার মানুষের জন্মদিনটা সবসময় বিশেষ হয়। ঋতাভরীও তার বিকল্প নয়। প্রাণের পুরুষের জন্মদিনে সে কথা প্রকাশ্যে স্বীকারও করলেন অভিনেত্রী। বিশেষ দিনে ভালোবাসার ব্র‍্যাডপিটকে আদরে চুমুতে ভরিয়ে দিয়ে সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন টলিউডের ডিভা ঋতাভরী চক্রবর্তী।

১৮ই ডিসেম্বর হলিউডের হার্টথ্রব ব্র‍্যাডপিট পা দিলেন ৫৭ বছরে। ঋতাভরী বহু পুরুষের ঘুম ওড়ালেও অভিনেত্রীর ঘুম উড়িয়েছেন ব্র‍্যাডপিট। চন্দ্রবিন্দু-র বিখ্যাত একটি লাইন আছে “আমি পাইনা ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী”।

ব্র‍্যাডপিটকে কাছে না পেয়ে কলকাতায় বসেই অভিনেতার পুতুলকে চুমুতে আদরে ভরিয়ে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আমার জীবনের ভালবাসাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি এই মানুষটির জন্য পাগল। যখন প্রথম এই টাইলার ডারডেন (Tyler Durden) অ্যাকশন চরিত্রটি দেখেছিলাম, তখন মায়ের সঙ্গে উত্তেজনা ভাগ করে নিই। ঠিক শুনেছেন – আমার মা।”

বাংলা সিরিয়াল (Bengali serial) থেকে ‘ওগো বধূ সুন্দরী’ দিয়ে কেরিয়ারের শুরু অল্প দিনের মধ্যেই নিজগুণে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান ঋতাভরী চক্রবর্তী (ritabhari Chakrabarty) । সেদিনের সেই ছটফটে ছোট্ট ললিতা আজকাল টলিপাড়ার নয়া সেনসেশন। অভিনয়ের পাশাপাশি চাবুক ফিগার, মিষ্টি হাসি, আবেদনময়ী চাহনি আর সাহসীকতার কারণে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। টলিউডের সিনেমার পাশাপাশি বলিউড, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও সবমিলিয়ে তার কাজের অভাব নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥