ভারতীয় টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় এবং চর্চিত রিয়ালিটি শো হল বিগ বস (Big Boss)। বরাবরই এই শো নিয়ে দর্শকমহলে উন্মাদনা থাকে তুঙ্গে। গতবছরের সিজন ১৫ শেষের পর এবার খুব তাড়াতাড়িই আসতে চলেছে বিগ বস সিজন ১৬ (Season 16)। তাই টিভির পর্দায় আরও একবার বিগবসের ঘরে বন্দি সেলিব্রেটি প্রতিযোগীদের কর্মকান্ড দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শক।
সূত্রের খবর, ‘খতরো কে খিলাড়ি’র সম্প্রচার শেষ হলেই শুরু হয়ে যাবে এই জনপ্রিয় এই রিয়্যালিটি শো। মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাস থেকেই টেলিভিশনের পর্দায় শুরু হবে ‘বিগ বস’ -এর আগামী সিজন। মাত্র কদিন আগেই এই শো সঞ্চালনার জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক চেয়ে শিরোনামে এসেছিলেন শোয়ের সঞ্চালক সলমন খান (Salman Khan)।
জানা যাচ্ছে, আগামী সিজনের জন্য নিজের পারিশ্রমিক (Fees) তিন গুণ বাড়িয়ে ১০০০ কোটি টাকা দাবি করেছেন সলমন। বছর বছর বিনোদন জগতের বহু সেলিব্রেটি তারকা সলমনের শোয়ের প্রতিযোগী হওয়ার জন্য মুখিয়ে থাকেন। এবার শীঘ্রই সেই শোয়েরই ষষ্টদশ সিজন আসতে চলেছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের নিয়ে লড়াই, ঝগড়া, তর্ক,বিতর্ক নিয়ে জমে ওঠে বিগবসের প্রতিটা এপিসোড।
