• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ইংরেজি ক্লাসটা মন দিয়ে করুন’! রাইডের নাম ভুল বলায় ঋতাভরীকে জ্ঞান দিচ্ছে নেটিজেনরা

Published on:

ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,English Knowledge,ইংরেজি জ্ঞান,Trolling,ট্রোলিং,Social Media,সোশ্যাল মিডিয়া

টলিউডের সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এককথায়  বলতে গেলে সর্বগুণসম্পন্না অভিনেত্রী তিনি। আজ থেকে ১৩ বছর আগে ২০২২ সালে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ (Ogo Badhu Sundori) দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। সেই শুরু,এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পর্দার পরম সুন্দরী ললিতাকে।

তাই কেরিয়ারের শুরুর অল্প দিনের মধ্যেই নিজগুণে পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে । তাই সেদিনের সেই ছটফটে ললিতা আজকাল টলিপাড়ার নয়া সেনসেশন। দিনে দিনে যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। ঠিকরে বেরোচ্ছে তার রূপের ছটা। গ্লামারের সাথে সাথেই প্রতিনিয়ত বেড়েই চলেছে তার জনপ্রিয়তা।

ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,English Knowledge,ইংরেজি জ্ঞান,Trolling,ট্রোলিং,Social Media,সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় আভিনেত্রীর বাড়তে থাকা ফ্যান ফলোয়িংই তার প্রমাণ। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও নিয়মিত অ্যাক্টিভ থাকেন। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে উঁকি দিলেই দেখা যাবে ফেসবুকে ইতিমধ্যেই তার ২.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে অন্যদিকে ইনস্টাগ্রামে রয়েছে ৩.৩ মিলিয়ন অনুরাগী।

ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,English Knowledge,ইংরেজি জ্ঞান,Trolling,ট্রোলিং,Social Media,সোশ্যাল মিডিয়া

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে ঘিরে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি ঋতাভরী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি পার্কে গিয়ে বৃহদাকার এক গেরিলার স্লাইড দেখাচ্ছেন তিনি। এই ভিডিও টিতে অভিনেত্রী প্রশ্ন করেছিলেন ‘এটা কি? কার মনে হয়েছিল এই ধরনের একটা Sewsaw বানানো উচিত? কোন বাচ্চা গেরিলার বমি হয়ে বের হতে চায়’!

ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraborty,English Knowledge,ইংরেজি জ্ঞান,Trolling,ট্রোলিং,Social Media,সোশ্যাল মিডিয়া

ব্যাস এর পরেই শুরু হয়ে যায় ঋতাভরীর করা মন্তব্যকে ঘিরে ব্যাপক ট্রোলিং। আসলে গেরিলার মতন দেখতে ওই স্লাইডটিকে অভিনেত্রী ভুলবশত Sewsaw বলে উল্লেখ করেছিলেন। আর তাতেই নেটিজেনদের তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।


একজন অভিনেত্রী ইংরেজি শিক্ষা নিয়ে ঠেস মেরে লিখেছেন ‘দিদি ওই স্লাইড আপনার মত বাচ্চাদের জন্য তৈরি, যারা ইংরেজি ক্লাস মন দিয়ে করে না’। পরে নিজের ভুল চোখে পড়তেই তা সংশোধন করে নিয়ে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘হ্যাঁ ওটা বাচ্চাদের স্লাইড বা স্লিপ। Sewsaw নয়।  কিন্তু আমি এই ভয়ংকর জিনিসটা দেখে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম, যে ভয়ের চোটে আমি ভুলেই গিয়েছিলাম এটাকে আসলে কি বলে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥