দেশের অত্যন্ত জনপ্রিয় সুরেলা ফররগুলির মধ্যে অন্যতম হলো ‘ইন্ডিয়ান আইডল’ (Indian Idol)। আজ থেকে প্রায় সাত মাস আগে ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল সিজন ১৩-র সম্প্রচার। গতকাল অর্থাৎ রবিবার ছিল যার ড্রিম ফাইনাল (Dream Final)।
দর্শকদের মনের ইচ্ছা পূরণ করেই এবছর ইন্ডিয়ান আইডলের বিজয়ী হিসেবে সোনালী ট্রফি উঠেছে অযোধ্যার ছেলে ঋষি সিংয়ের (Rishi Singh) হাতে। দ্বিতীয় হয়েছেন বাংলার মেয়ে দেবস্মিতা রায় (Deboshmita Roy)। এদিনের অন্তিম পর্বের সেরা তিনে ঋষি-দেবস্মিতা ছাড়া জায়গা করে নিয়েছিলেন চিরাগ কোতওয়াল।
এছাড়াও গ্র্যান্ড ফিনালে তে উঠেছিলেন বাংলার মেয়ে বিদিপ্তা চক্রবর্তীসহ সোনাক্ষী কর এবং শিবম সিং-এর মতো প্রতিভাবান সংগীত শিল্পীরা। এ বছর ইন্ডিয়ান আইডলের বিজয়ী হিসেবে ঋষির ঝুলিতে উঠেছে নাগর ২৫ লক্ষ টাকার পুরস্কার এবং একটি বিলাসবহুল গাড়ি। দেবস্মিতা পেয়েছেন ১৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য।
প্রসঙ্গত চলতি সিজনের শুরু থেকেই পাল্লা ভারী ছিল ঋষির। স্বয়ং প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ঋষির ফ্যান। বিরাট ঋষিকে ইনস্টাগ্রাম এর ফলো করেন।প্রসঙ্গত এই সিজনে বিচারকের আসনে উপস্থিত ছিলেন বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া, নেহা কাক্কর-এর মতো সংগীত বিশেষজ্ঞরা।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। এছাড়া প্রত্যেক সপ্তাহে বিশেষ অতিথিদের উপস্থিতি বিশেষ মাত্রা দিয়েছে এই অনুষ্ঠানটিকে। ইন্ডিয়ান আইডল থেকে অফুরন্ত ভালোবাসা এবং সবশেষে বিজয়ের মুকুট মাথায় ওঠার পর আপ্লুত ঋষি নিজেও।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন ‘আমাকে এর আগে কেউ চিনতো না, জানতো না। আমার পরিচয় খুঁজে দিয়েছে এই শো, এতো ভালোবাসা পেয়ে আমি আপ্লুত – এই মিউজিক্যাল জার্নিটা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এর জন্য আমি কৃতজ্ঞ। আগামিতে আমি আরও বেশি পরিশ্রম করব, এই জার্নিতে যাঁরা আমাকে সমর্থন করেছে সকলকে ধন্যবাদ’।