সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ঋষি কৌশিক (Rishi Kaushik) বেশ জনপ্রিয়। একসময় বাংলা সিরিয়ালের সমস্ত নায়িকাদের ভিড়ে সবচাইতে বেশি জনপ্রিয় ছিলেন তিনিই। ছোটপর্দার দর্শকদের দারুন সমস্ত সুপারহিট সিরিয়াল উপহার দিয়েছেন অভিনেতা। সেই সিরিয়াল সময়ের সাথে শেষ হয়ে গেলেও আজও মনে রেখেছেন সকলে। এমনকি অভিনেতার পুরোনো সিরিয়াল নিয়ে আজ চর্চা হয়। সম্প্রতি অভিনেতা আবারও কামব্যাক করছেন। তবে এবার জি বাংলা বা ষ্টার জলসায় না বরং কালার্স বাংলায় (Colors Bangla) আসছেন তিনি।
কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ নামক সিরিয়ালে অভিনেত্রী পায়েল দে (Payel Dey) এর সাথে দেখা যাবে অভিনেতাকে। ঋষি কৌশিককে মূলত সাংসারিক সিরিয়ালেই দেখা গিয়েছে। শহরের ছেলের চরিত্রে অভিনয় করেছেন, যার বিয়ে হয়েছে গ্রামের মেয়ের সাথে। আর নায়ক হলেও দুটো স্ত্রী দেখানো হওয়ায় তাকে নিয়ে ট্রোলিংও কম হত না। তবে অভিনয়ের প্রশংসার ভিড়ে সেই ট্রোলিং হারিয়ে গেছে।
সম্প্রতি ছোটপর্দায় কামব্যাক করে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানে তাকে প্রশ্ন করা হয় বর্তমানের OTT প্ল্যাটফর্মের ভিড়ে সিরিয়ালের ক্ষতি হচ্ছে নাকি ঠিকই আছে? যার জবাবে অভিনেতা বলেন, আসলে বর্তমান টেলিভিশন দর্শকেরা এখনও ওটিটি এর বিষয়ে অতটা অভ্যস্ত নয়। তারা আসলে টিভিই দেখতে চায়, কারণ ওটিটিতে সিরিজ শেষ হয়ে যাচ্ছে একটা সময়ের পর কিন্তু সিরিয়াল কিন্তু প্রতিদিনের বিনোদনের খোরাক যোগাচ্ছে।
এরপর বাংলা সিরিয়ালের বিষয়বস্তু নিয়েও প্রশ্ন করা হয়। সিরিয়াল মানেই সাংসারিক কূটকচালি, ষড়যন্ত্র, দুটো তিনটে বিয়ে এসব নিয়ে বহুবার সরব হতে দেখা গিয়েছে বহুবার। তাহলে কেন এখনো সাংসারিক কূটকচালি নিয়ে তৈরী হচ্ছে সিরিয়াল? এর উত্তরে অভিনেতা বলেন, দর্শকেরা সাংসারিক জটিলতা দেখতেই পছন্দ করেন তাই সেই ধরণের কনটেন্ট তৈরী হয়। আসলে দর্শকেরা একটু অন্য স্বাদের গল্প দিলেই আর দেখতে পছন্দ করে না, এর অনেক উদাহরণ রয়েছে।
এরপর নতুন সিরিয়াল নিয়ে বেশ কিছু কথা হয়। জানা যাচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা হিন্দি সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’ এর বাংলা রিমেক সোনা রোদের গান। তবে অভিনেতাকে বাংলা নয় প্রথমে হিন্দি সিরিয়ালের জন্যই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখুনি মুম্বাই পাড়ি দিতে চাননি অভিনেতা। তাই হিন্দি নয় বরং বাংলা সিরিয়ালের মুখ্য চরিত্রে কামব্যাক করলেন তিনি।