• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাপ, ব্যাঙ টিকটিকি থেকে সবই খেয়েছেন, পুষেছেন অজগরও! ঋষি কৌশিকের বন্য জীবন শুনলে অবাক হবেন

Actors’ Hobby,African Ball Python,Bangla Serial’s Bangla news,bengali serial,Rishi Kaushik,Rishi Kaushik’s Strange Hobby,Tollywood,Tollywood Actor Rishi Kaushik,Tollywood’s Bangla news,অভিনেতাদের হবি,আফ্রিকান বল পাইথন,ঋষি কৌশিক,ঋষি কৌশিকের অদ্ভূত শখ,টলিউড,টলিউড অভিনেতা ঋষি কৌশিক,টলিউডের বাংলা খবর,বাংলা সিরিয়াল,বাংলা সিরিয়ালের বাংলা খবর

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। ‘এখানে আকাশ নীল’ (Ekhane Aakash Neel), ‘ইস্টি কুটুমের’ (Isti Kutum) মত সিরিয়ালে তার দুর্দান্ত অভিনয় মুগ্ধ হয়েছেন বাঙালিরা। আসামের তেজপুর থেকে ২০০৫ সালে ‘একদিন প্রতিদিন’ নামক ধারাবাহিকের জন্য ছোট পর্দায় ডাক পান অভিনেতা। সেই যে পথ চলা শুরু হল আর ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক কাজ পেয়েছেন সিরিয়ালে, করেছেন দুর্দান্ত অভিনয়। দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। কুসুম দোলাতেও তার অভিনয় ভোলার নয়।

বর্তমানে কালার্স বাংলার নতুন ধারাবাহিক ‘সোনা রোদের গান’  এর হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেতা। ধারাবাহিকে তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পায়েল দে (Payel Dey) ,শহরের ছেলের চরিত্রে অভিনয় করেছেন, যার বিয়ে হয়েছে গ্রামের মেয়ের সাথে। পর্দায় তাকে একরকম লাগে, কিন্তু তার বাস্তব জীবনের কথা শুনলে আপনি আকাশ থেকে পড়তেও পারেন।

Actors’ Hobby,African Ball Python,Bangla Serial’s Bangla news,bengali serial,Rishi Kaushik,Rishi Kaushik’s Strange Hobby,Tollywood,Tollywood Actor Rishi Kaushik,Tollywood’s Bangla news,অভিনেতাদের হবি,আফ্রিকান বল পাইথন,ঋষি কৌশিক,ঋষি কৌশিকের অদ্ভূত শখ,টলিউড,টলিউড অভিনেতা ঋষি কৌশিক,টলিউডের বাংলা খবর,বাংলা সিরিয়াল,বাংলা সিরিয়ালের বাংলা খবর

সম্প্রতি ‘দিদি নং ওয়ানের ‘ মঞ্চে সস্ত্রীক হাজির হয়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক। সেখানেই অভিনেতা জানিয়েছিলেন তিনি সময় পেলেই চলে যান এদিক সেদিন ,ঘুরতে বেজায় ভালোবাসেন অভিনেতা।  শুধু তাই নয় , ঘুরতে গিয়ে বিলাসবহুল জীবন নয় বরং সেখানকার মানুষদের মতোই জীবনযাপনে অভ্যস্ত অভিনেতা , সেই সূত্রেই ব্যাংকক, পাটায়া ঘুরতে গিয়ে টিকটিকির স্যুপ থেকে শুরু করে সাপের মাংস খেয়েছেন তারা।

Actors’ Hobby,African Ball Python,Bangla Serial’s Bangla news,bengali serial,Rishi Kaushik,Rishi Kaushik’s Strange Hobby,Tollywood,Tollywood Actor Rishi Kaushik,Tollywood’s Bangla news,অভিনেতাদের হবি,আফ্রিকান বল পাইথন,ঋষি কৌশিক,ঋষি কৌশিকের অদ্ভূত শখ,টলিউড,টলিউড অভিনেতা ঋষি কৌশিক,টলিউডের বাংলা খবর,বাংলা সিরিয়াল,বাংলা সিরিয়ালের বাংলা খবর

এখানেই শেষ নয় ঘাসফড়িং ,কাকঁড়া বিচেও খেয়েছেন তারা। দিদি নং ওয়ানের মন্স গিয়ে সংক্যালিকা রচনার সাথে এই গল্প করতেই দিদিও কার্যত আকাশ থেকেই পড়েন। এখানেই শেষ নয় , জের ইচ্ছা প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদমাধ্যমের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান তাঁর নাকি দীর্ঘদিন থেকেই ইচ্ছা তিনি বাড়িতে আফ্রিকান বল পাইথন পুষবেন। তাঁর এই শখের কথা শোনা মাত্রই চোখ কপালে তুলেছেন তার ফ্যানেরাও। এদিকে পৃথিবীর অন্যতম বিষধর প্রজাতির সাপেদের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে আফ্রিকান বল পাইথন। সেই সাপই নাকি নিজের ঘরে পুষতে চান ‘সোনা রোদের গান’ খ্যাত ঋষি।

এদিকে ঋষি কৌশিকের বাইক-প্রেমের কথা কমবেশি সকলেরই জানা। কিন্তু, বাইকের পাশাপাশি তাঁর ভালোবাসা বন্যপ্রাণী সংরক্ষণের উপরেও। সেই ভালোবাসা থেকেই তাঁর সাপ পোষার ইচ্ছা বলে জানিয়েছেন। এমনকী বন্যপ্রাণী পোষার পাশাপাশি একাধিক নিত্যনতুন জীবের স্বাদ নিতেও ঋষির জুড়ি মেলা ভার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥