বাংলা সিরিয়ালের অভিনেতা ঋষি কৌশিক (Rishi Kaushik)। ‘এখানে আকাশ নীল’ (Ekhane Aakash Neel), ‘ইস্টি কুটুমের’ (Isti Kutum) মত সিরিয়ালে তার দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছে বাঙালি দর্শকেরা। আসামের তেজ পুর থেকে ২০০৫ সালে একদিন প্রতিদিন নামক ছোট পর্দায় ডাক পান অভিনেতা। সেই যে পথ চলা শুরু হল আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক কাজ পেয়েছেন সিরিয়ালে, করেছেন দুর্দান্ত অভিনয়। দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন।
২০০৫ এর পর ২০০৮ সালে তিনি ‘এখানে আকাশ নীল’ নামক সিরিয়ালে লিড রোল পান। সেখানে উজানের চরিত্রে অভিনয় করেছেন ঋষি। এখানে আকাশ নীল সিরিয়ালটি দর্শকদের মনে আজ নিজের জায়গা করে রেখেছে। সিরিয়ালে উজান ও হিয়ার প্রেম কাহিনী বেশ জনপ্রিয়। এর পর ‘মুখোশ মানুষ’, তার পর ‘ইস্টি কুটুম’ সিরিয়ালে কাজ করেছেন ঋষি কৌশিক। রিল লাইফে যখন ঋষির রোমান্স তুঙ্গে তখন অনস্ক্রিন ছেড়ে অফস্ক্রিন অর্থাৎ নিজের আসল জীবনের প্রেমিকাকে আপন করে নেন।
ঋষি কৌশিকের সিরিয়ালের প্রেম তো সকলেরই চেনা। তবে তার আসল জীবনে মনের মানুষ হলেন দেবযানী চক্রবর্তী (Debjani Chakraborty)। ২০১১ সালে বিয়ে করে প্রিয় মানুষটিকে আপন করে নেন ঋষি কৌশিক। সিরিয়ালে ঋষি কৌশিককে সকলেই গম্ভীর ভাবে দেখে অভ্যস্ত। কখনো গম্ভীর ডাক্তার তো কখনো গম্ভীর রিপোর্টার। আসল জীবনে কিন্তু তেমনটা নয়, বেশ হাসি-খুশি ঋষি। বাইকে ঘুরতে প্রচন্ড ভালোবাসেন, এমনকি শুটিংয়ে পর্যন্ত বাইকে চেপেই যান।
সিরিয়ালে ঋষি কৌশিকের রোমান্স তেমন একটা দেখা যায়নি। তাবলে আসল জীবনে কিন্তু রোমান্সের অভাব নেই ঋষির। ঋষি ও দেবযানী দুজনেই বেশ ভ্রমণপ্রেমী। পাহাড় থেকে সমুদ্র সময় পেলেই ঘরে আসেন দুজনে, সাথে মেতে ওঠেন রোমান্সে। দেবযানী পেশায় ইঞ্জনিয়ার আর ঋষির শুটিং এর ব্যস্ত জীবন। দুজনে ফাক পেলেই দূরে ঘুরতে পালিয়ে যান।