বলিউডের বিখ্যাত অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। অভিনেতা খুবই ঠান্ডা মেজাজের ব্যক্তিত্ব ছিলেন, লুকিয়ে কাজ করা পছন্দ করতেন না। ঋষি কাপুর নিজের অনুভূতি ও বক্তব্য একেবারে অকপট বলে দিতেন। যার কারণে মাঝে মধ্যেই শিরোনামেও এসেছিলেন ঋষি কাপুর। যদি কিছু পছন্দ হয় তাহলে তা সরাসরি জানাতেন, আর অপছন্দ হলেও একেবারে সোজা জানিয়ে দিতেন নয়তো প্রতিবাদ করে উঠতেন।
কিন্তু, শেষ জীবনে অনেকটা বদলে গিয়েছিলেন ঋষি কাপুর। অভিনেতা বরাবরই নরম মনের মানুষ ছিলেন ঠিকই, তবে শেষ জীবনে আরো বেশি নরম মনের ও সেনসিটিভ হয়ে পড়েছিলেন তিনি। বিশেষত ছেলে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সাথে তার সম্পর্কের অবনতি হয়েছিল। এই নিয়ে অনেক সময় দুঃখ প্রকাশ করেছিলেন ঋষি কাপুর।
একসময় এক সাক্ষাৎকারে এসে ঋষি কাপুর তার ও ছেলে রণবীরের সম্পর্কের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যে তিনি তার ছেলের সাথে সম্পর্ক খারাপ করে ফেলেছেন। ঋষি কাপুরের স্ত্রীও এই বিষয়ে তাকে বার বার টুকতেন। কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখন আর কিছুই নতুন করে তৈরী করা সম্ভন নয়।
ছেলের সাথে সম্পর্কের কথা বলতে গিয়ে ঋষি কাপুর বলেছিলেন, আমাদের মধ্যে ঠিক যেন একটা কাছের দেওয়ালের মত তৈরী হয়ে গেছে। আমরা দুজনে সামনে আসি কথা বলি, কিন্তু তা সত্ত্বেও একটা অদৃশ্য দেওয়ালের মত কিছু আমাদের আলাদা করে রেখেছে।
আসলে বাবা ছেলের সম্পর্কটা খোলামেলা হওয়া উচিত। না কঠোর না খুব নরম তবে বাবা ও ছেলের সম্পর্কে যদি দুজনেই মন খুলে কথা বলতে পারে ও একেঅপরকে বুঝতে পারে তাহলে সন্তানদের বিকাশ যেমন ভালো ভাবে হয় তেমনই বাবারাও অনেকটা হালকা বোধ করেন নিজেদের। বাবাদের হয়তো বহুসময় ধরে কঠিন ও রাগী হিসাবে দেখানো হয়ে থাকে কিন্তু সেটা আসলে সত্যি নয়। প্রতিটি মানুষের মধ্যেই নমনীয়তা থাকে আর পৃথিবীর প্রতিটি বাবার মধ্যেও তা আছে।