• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়াল শেষ হলেও কমেনি জনপ্রিয়তা! দুর্দান্ত নেচে সকলকে মুগ্ধ করলেন রিমলি উদয়ের জুটি, ভিডিও ভাইরাল

ইধিকা পাল,রিমলি,জি বাংলা,টিপ টিপ বরসা পানি,বলিউড,Idhika paul,tip tip barsa paani,zee bangla,Bollywood,dance,jhon Bhattacharya

দর্শক টানতে ব্যর্থ হওয়ায় TRP -এর দৌড়ে ক্রমশ পিছিয়ে পড়তে পড়তে অবশেষে বন্ধ হয়ে গিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘রিমলি’ (Rimli)। সম্পূর্ণ অন্যরকম গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকের বিষয় ছোট করে বললে, দরিদ্র কৃষক পরিবারের গর্বিত মেয়ে ‘রিমলি’ (Rimli) । চাষবাসই এই মেয়ের পেশা। এই ধারাবাহিকে রিমলির চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী ইধিকা পাল। আর তার বিপরীতে নায়কের ভূমিকায় তাক লাগিয়েছিলেন বাংলা টেলিভিশনের হার্ট থ্রব অভিনেতা জন ভট্টাচার্য (Jhon Bhattacharya)।

অল্প দিনের সফর হলেও ধারাবাহিকে গাড়ি বাবু আর রিমলি ওরফে জন ইধিকার জুটি বেজায় মনে ধরেছিল দর্শকদের। এমনকি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার পর দর্শকেরা তীব্র প্রতিবাফ জানিয়ে ছিলেন, পাশাপাশি তারা দাবি জানিয়েছিলেন ফের এক সাথে টাটা দেখতে চান রিমলি উদয় জুটিকে।

ইধিকা পাল,রিমলি,জি বাংলা,টিপ টিপ বরসা পানি,বলিউড,Idhika paul,tip tip barsa paani,zee bangla,Bollywood,dance,jhon Bhattacharya

এই মুহুর্তে ইধিকা অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পিলুতে খল চরিত্রে, অন্য দিকে জনকেও মিঠাই ধারাবাহিকে ভিলেনের ভূমিকায় দেখা গিয়েছে। কিন্তু তাদের একসাথে আর দেখা যায়নি রিমলির পর। এবার দর্শকদের ভালোবাসার কথা মাথায় রেখেই নতুন ভাবে সকলকে চমকে দিলেন পর্দার রিমলি উদয় জুটি।

ইধিকা পাল,রিমলি,জি বাংলা,টিপ টিপ বরসা পানি,বলিউড,Idhika paul,tip tip barsa paani,zee bangla,Bollywood,dance,jhon Bhattacharya

কিছুদিন আগেই জি-বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছিল। স্বভাবতই জন ইধিকা দুজনেই সেখানে উপস্থিত ছিলেন, অনেক দিন পর দেখা হতেই ব্যাকস্টেজে ট্রেন্ডিং গান ‘Halamithihabibio’ তে নাচেন রিমলি আর গাড়ি বাবু। -বাংলা অফিসিয়াল চ্যানেল থেকে এই রিল ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে, “আপনাদের মন রাখতে আবার একসঙ্গে নিয়ে এলাম এদের”। এতদিন পর প্রিয় জুটিকে একসাথে দেখে বেজায় খুশি দর্শকেরা, আর ভিডিও ভাইরাল ও হয়েছে ঝড়ের গতিতে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥