• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাষা, লাঙল চালানো দেখে মনে হয় গ্রামেরই মেয়ে! কিন্তু বাস্তব জীবনে সম্পূর্ণ আলাদা ‘রিমলি’

ইধিকা পাল রিমলি rimli idhika paul

জি বাংলার নতুন সিরিয়াল ‘রিমলি’ (rimli) কয়েক মাস আগে শুরু হয়েই বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। গোটা দেশ যখন কৃষক আন্দোলন নিয়ে উত্তাল ঠিক সেই সময়ে গ্রামের কৃষক পরিবারগুলির সংগ্রামের কাহিনিকে পাথেয় করে পথচলা শুরু করল এই সিরিয়াল। ফসলের ন‍্যায‍্য দাম না পাওয়া, উপরন্তু মহাজনের ক্রমাগত শোষন দরিদ্র পরিবারগুলিকে কোন দুর্দশায় ঠেলে দেয় সেই চিত্রই উঠে আসছে এই সিরিয়ালে।

দরিদ্র কৃষক পরিবারের গর্বিত মেয়ে ‘রিমলি’। চাষবাসই এই মেয়ের পেশা। বাবা কাকার মতো মাটির বুক চিড়ে ফসল উৎপাদন করে সে। এক বাটি পান্তা ভাতের মধ্যে নুন, পেঁয়াজ আর লঙ্কা। ছোট টিফিন কৌটোতে গামছা বেঁধে মাঠে যাওয়ার প্রস্তুতি। পাড়ার মেয়ে-বৌ’রা ডাকতেই খাবার গামছায় বেঁধে হাসিমুখে ক্ষেতের কাজ করতে বেরিয়ে পড়ে রিমলি।

ইধিকা পাল রিমলি  rimli idhika paul

ভাগ্যের পরিহাসে দেখা হয় ধনী পরিবারের ছেলে উদয়ের সঙ্গে। শিক্ষিত এবং মাটির কাছের মানুষ উদয়। কৃষিকাজ সম্পর্কে রয়েছে তাঁর বিশেষ আগ্রহ। এরপর রিমলি এবং উদয়কে নিয়ে এগোয় ধারাবাহিক। ঘটনাচক্রে উদয়ের সঙ্গে বিয়েও করতে হয় রিমলিকে। গ্রাম ছেড়ে যেতে হয় শহরে। এই ধারাবাহিকে রিমলির চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল (Idhika paul)। কেকে দাস কলেজে অ্যাকাউন্টেন্সি বিষয় নিয়ে স্নাতক হওয়ার পর অভিনয়ে আসেন তিনি। অভিনয়ের পাশাপাশি নাসিও দুর্দান্ত পারদর্শী ইধিকা।

ইধিকা পাল রিমলি  rimli idhika paul

এটিই প্রথম নয় এর আগে ‘কপালকুন্ডলা’ ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ধারাবাহিকে বেশ গম্ভীর, রাগী, বলিষ্ঠ ব্যক্তিত্বের হলেও বাস্তব জীবনে ইধিকা কিন্তু বেশ চনমনে। তার জীবনের একটাই ফান্ডা ‘হ্যাপি থাকতে হবে’। তবে ইধিকার একটি মিষ্টি ডাক নাম ও রয়েছে। অনেকেই তাকে টুম্পা পাল বলেও চেনেন।

Rimli ইধিকা পাল রিমলি  rimli idhika paul

১৯৯৮ সালের ২রা জুলাই জন্মগ্রহণ করেন অভিনেত্রী, তার বর্তমান বয়স মাত্র ২৩। কিন্তু এই বয়সেই অভিনয়ের জেরে টলিউডে বেশ পোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। রিমলির বিপরীতে এই ধারাবাহিকে উদয়ের চরিত্রে অভিনয় করছেন জন ভট্টাচার্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥