• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে চিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা! রাগে ফুঁসে উঠলেন রিমঝিম

বহুদিন ধরেই খড়কুটো ধারাবাহিকে নায়ক সৌজন্যের বোন চিনির (Chini) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) । পাশাপাশি স্টার জলসার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’-এও নায়ক শঙ্খর খুড়তুতো বোন দিয়ার (Diya) চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি তিনিই কেড়েছেন সংবাদের শিরোনাম।

বর্তমানে সিরিয়ালে অভিনয় করলেও একসময় নাচকেই জীবনের ধ্যান জ্ঞান করে নাচ নিয়েই পড়াশোনা করেছিলেন প্রিয়াঙ্কা। পরবর্তীতে তার দাদার তোলা ছবি দেখেই অভিনয়ের সুযোগ আসে তার কাছে। তবে প্রিয়াঙ্কার কথায় তার অভিনয়ে আসাটা ভীষণ আচমকা ছিল। প্রথম সিরিয়াল ‘ছদ্মবেশী’ (Chandabeshi) তেই অভিনয় করেছিলেন নায়িকার চরিত্রে।

   

রিমঝিম মিত্র,সুশান্ত ঘোষ,কাস্টিং কাউচ,চিনি,প্রিয়াঙ্কা মিত্র,Rimjhim Mitra,Casting couch,Sushanta Ghosh,Priyanka mitra

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঝপথেই সিরিয়াল ছেড়েছিলেন প্রিয়াঙ্কা। ধারাবাহিকের নায়িকা আচমকা উধাও। দু’বছর পর আবার ফিরে এলেন নায়কের বোনের চরিত্রে। তবে পিছনের দিনগুলোতে তাকালে বেশ কিছু ভয়ানক স্মৃতি তাড়া করে প্রিয়াঙ্কা কে। যার জেরে মাঝপথেই সিরিয়াল ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। তার কারণ হিসাবে প্রিয়াঙ্কা সম্প্রতি সরাসরি কাঠগড়ায় তুলেছেন তার প্রথম সিরিয়ালের পরিচালক-প্রযোজকদের।

রিমঝিম মিত্র,সুশান্ত ঘোষ,কাস্টিং কাউচ,চিনি,প্রিয়াঙ্কা মিত্র,Rimjhim Mitra,Casting couch,Sushanta Ghosh,Priyanka mitra

নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেত্রী প্রিয়াঙ্কা লেখেন, ‘কী আর বলি! জীবনের প্রথম ধারাবাহিকে কাজ করতে এসেই যা অভিজ্ঞতা হল! সহ-অভিনেতাদের কারও সঙ্গে কোনও সমস্যা হয়নি। বরং আমায় উত্ত্যক্ত করে ছেড়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকরা। সমানে ফোনে খারাপ খারাপ মেসেজ আসত।’

রিমঝিম মিত্র,সুশান্ত ঘোষ,কাস্টিং কাউচ,চিনি,প্রিয়াঙ্কা মিত্র,Rimjhim Mitra,Casting couch,Sushanta Ghosh,Priyanka mitra

আসলে এই অভিযোগ তিনি ছুঁড়ে দিয়েছেন পরিচালক পীযূষ ঘোষ প্রযোজক সুশান্ত দাসের বিরুদ্ধে। আজ সকালেই সুশান্ত লম্বা পোস্টে জানান, “প্রিয়াঙ্কার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি কাজ পারতেন না বলেই তাকে বাদ দেওয়া হয়েছে।” কিন্তু তার বিরুদ্ধে এহেন অভিযোগ আনার জন্য তিনি আদালত অব্ধি যাবেন বলেও হুমকি দিয়েছেন।

এবার সুশান্ত ঘোষের পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিমঝিম৷ একটি লম্বা পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘আমি শপথ করে বলতে পারি সুশান্ত দাস এবং পীযূষ ঘোষ কোনভাবেই এই কাজ করতে পারে না। যেভাবে এই নতুন মেয়েটি যাকে আমি চিনিও না নিজেকে নিচে নামালো এই কাজটি করে তা কহতব্য নয়।’ তবে পরে কোনোও এক অজ্ঞাত কারণে পোস্ট ডিলিট করেন রিমঝিম।