• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিড লাইফ ক্রাইসিসে ভুগছেন শ্রীলেখা মিত্র! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ বার্তা রিমঝিম মিত্রর

Updated on:

Rimjhim Mitra on Sreelekha Mitra facebook post,Rimjhim Mitra,Sreelekha Mitra,শ্রীলেখা মিত্র,রিমঝিম মিত্র,সোশ্যাল মিডিয়া,tollywood

টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra) ঘিরে প্রতিনিয়ত সরগরম পেজ থ্রির (Page 3) পাতা। একের পর এক মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে প্রায় প্রতিদিনই শিরোনামে আসছেন অভিনেত্রী। গত শুক্রবার মেঘলা দিনের গান শুনিয়ে শ্রীলেখা গেয়েছিলেন ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন।’ আর গানের শেষেই নেটিজেনদের উদ্দেশে ছুঁড়ে দিয়েছিলেন ফ্লাইং কিসও। পরিবর্তে সেই ভিডিওতে ধেয়ে এসেছিল নেটিজেনদের কুরুচিপূর্ণ মন্তব্য।

পৌলমী বিনয় যোশী নামে জনৈক এক নেট নাগরিক লিখেছিলেন, ‘স্ট্র‍্যাপটা খুলে ফেলো আরো ভাল লাগবে। আরো ভাল বডি শো অফ হবে’। উত্তরে মোক্ষম জবাব দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি? কিন্তু পরতে পারছেন না। হুম বুঝি জ্বালাটা।’ এখানেই শেষ নয় এরপর জনৈক সেই মহিলার করা কমেন্টের স্ক্রিনশট তুলে ফেসবুকে অভিনেত্রী লিখেছিলেন, ‘রিল পোস্ট করার পর ইনস্টায় কমেন্ট। আমি মনস্তাত্বিক বিশ্লেষক নই কিন্তু বিশ্লেষণের ক্ষমতা যুক্ত মন রয়েছে। আর তাই এই ধরনের মহিলাদের প্রতি সমবেদনা হয়। আর আমরা ভাবি শুধু পুরুষরাই এমনটা করে। আরেকজন ‘মিত্র’র আমাকে বডি শেমিং আর স্লাট শেমিং করা ভুলে গেলেন? ওটা ভয়ঙ্কর ছিল এটা নয়।’

Sreelekha Mitra শ্রীলেখা মিত্র

প্রসঙ্গত, এখানে অন্য ‘মিত্র’ বলতে অভিনেত্রী যে রিমঝিম মিত্র(Rimjhim Mitra) -র কথাই বলেছেন, তা আর বুঝতে বাকি নেই নেট নাগরিকদের। দুই নায়িকার নামের পদবি মিত্র হলেও তাঁদের মধ্যে আদতে যে মিত্রতার ছিটেফোঁটাও নেই সেকথা এখন গোটা রাজ্য জানে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিমঝিম মিত্র একটি কমেন্টে তাঁকেই কটাক্ষ করে লিখেছিলেন ‘থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?’ সে সময় প্রকাশ্যেই তাঁদের মধ্যে ব্যাপক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল।

বেশ কিছুদিন সেই বিতর্ক চাপা পড়লেও সম্প্রতি ফের একবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র স্লাট শেমিংয়ের (Slut Shaming) শিকার হলেন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সেই বিতর্ক। এবার ফের ময়দানে নেমে পড়েছেন শ্রীলেখা মিত্রের কথায় অন্য ‘মিত্র’ তথা অভিনেত্রী রিমঝিম মিত্র। এদিন শ্রীলেখা মিত্রের টাইমলাইনে শেয়ার করা দুটি পোস্টের স্ক্রিনশট করে একটি দীর্ঘ পোস্টে শ্রীলেখাকে খোঁচা দিয়ে লিখেছেন ‘মিড লাইফ ক্রাইসিস সত্যি মানুষকে এতটা ফ্রাস্ট্রেটেড করে দেয় জানা ছিল না।Ignorance is bliss, is what i have always believed in, তাই যে যা খুশী বলুক গায়ে মাখি না, কারণ আমার বেসিক্যালি কিছু এসে যায় না এই সব পাবলিকদের কথায়।’

সেইসাথে তীব্র কটাক্ষের সুরে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অভিনেত্রী লিখেছেন ‘অনুভূতিতে বিশাআআআল আঘাত পাওয়া মরাল মাসি/মেসোদের একি পদস্খলন! নাকি ওনাদের অঙ্গুলির ছোঁয়ায় স্লাঙ্গও আজ পবিত্র ? আমার অবশ্য এখন অন্য ভয় লাগছে, রতিক্রিয়া প্রেমী দিদিমণি(বৌদি বলিনি কিন্তু) যে ভাবে শয়নে স্বপনে এখনও আমায় দেখে চলেছেন আমি সেফ তো বন্ধুরা ? আশা করি বৌদি সরি ডিডি আমার ওপর রাগ করবেন না। ‘

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥