• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খাসির মাংসের বদলে ভাগারের মাংস! দাদাগিরির মঞ্চে সৌরভের সামনে নেচে তীব্র ট্রোল্ড দেবলীনা রিমঝিম

Published on:

দেবলীনা কুমার,রিমঝিম মিত্র,দাদাগিরি,নাচ,Devlina Kumar,Rimjhim mitra,dadagiri

টলিউডের অত্যন্ত পরিচিত মুখ রিমঝিম মিত্র (Rimjhim Mitra), শুধু অভিনেত্রী হিসেবে নয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও যথেষ্ট নাম ডাক রয়েছে তার। জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) বিচারকের আসনে ছিলেন রিমঝিম। টেলিভিশনের ছোট পর্দা থেকে বড় পর্দা সব খানেই দাপটের সঙ্গে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও তিনি বেশ দক্ষ।

অন্যদিকে ডান্স বাংলা ডান্সের আরেকজন বিচারক ছিলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। অবশ্য টলিপাড়ায় তার আরও একটি পরিচয় রয়েছে তিনি মহানায়ক উত্তম কুমারের নাতবউ। ২০২১ সালের ডিসেম্বরেই মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী তথা মডেল দেবলীনা কুমার । অনান্য সেলেবদের মতোই সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকেন দেবলীনা। নানান ধরনের রিল ভিডিও থেকে শুরু করে ফিটনেস ভিডিও রোজকার জীবনের নানান টুকরো ছবিই দেখা যায় তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়। তিনিও নাচে বেশ পটু। ‘গোত্র’ ছবিতে দেবলীনার রঙ্গবতী নাচ তুমুল জনপ্রিয় হয়েছিল।

দেবলীনা কুমার Devlina Kumar

সম্প্রতি সৌরভ গাঙ্গুলির শো দাদাগিরির মঞ্চে এক ঝাঁক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন দেবলীনা রিমঝিমও। আগেই বললাম দুই অভিনেত্রীই নাচে দারুণ পারদর্শী। দাদার শো তে গিয়েই এদিন দুই অভিনেত্রী নেচেছেন বিখ্যাত বলিউডের আইটেম গানে। সকলের অনুরোধ রাখতে এই সময়ের অন্যতম জনপ্রিয় আইটেম গান ‘অতরাঙ্গি রে’ র ‘চকা চক’ এ নাচতে দেখা গেল দেবলীনা এবং রিমঝিমকে।

দেবলীনা কুমার,রিমঝিম মিত্র,দাদাগিরি,নাচ,Devlina Kumar,Rimjhim mitra,dadagiri

তবে তাদের এই নাচ দেখে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ৷ তাদের বক্তব্য দুজনেই ক্লাসিকাল নৃত্য শিল্পী হয়ে এত খারাপ নাচেন কীভাবে। কেউ কেউ তাদের নাচ দেখে মন্তব্য করেছেন, ‘খাসীর মাংসের বদলে ভাগাড়ের মাংস পেলাম’। এই দুই অভিনেত্রীর ব্যবহারেও বেজায় চটে রয়েছেন নেটিজেনরা। তাদের কথায়, দেবলীনা বরাবর নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করেন আর রিমঝিম তো নিজেকে রানী ভাবেন। তাদের মতে এত সুন্দর একটা গানের দফারফা করে ছেড়েছেন রিমঝিম দেবলীনা। যদিও এতকিছুর পরেও ভিডিও ভাইরাল হয়েছে।

(ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন )

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥