হলিউডের পপস্টার রিহানা। সম্প্রতি কৃষয়ক আন্দোলনের বিষয়ে টুইট করে শিরোনামে এসে গিয়েছেন হলিউডের এই পপ গায়িকা। রিহানা তার দুর্দান্ত গানের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন। এমনকি গানের জন্য ৮ বার গ্রামী অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন রিহানা।
কিন্তু, বিস্বমানের এই গায়িকা আরো একটি কারণে বেশ পরিচিত। আর সেটা হল গায়িকার পোশাকের ধরণ। গায়িকা বিভিন্ন শো এর মঞ্চে মাঝে মধ্যেই আজব সমস্ত পোশাকে হাজির হয়েছেন। যা বেশ সমালোচিত হয়েছে সাথে ট্রোলেরও কারণ হয়েছে সময়ে সময়ে।
আজ বিখ্যাত গায়িকা রিহানার ১০টি পোশাক দেখতে পাবেন বংট্রেন্ডের দেওয়ালে। আসুন দেখে নেওয়া যাক রিহানার বিখ্যাত ১০ টি পোশাকের ছবিঃ
রিহানা প্রতিটি শোতে নিজের অসাধারণ লুক্স এর জন্য বেশ পরিচিত। আর প্রতিটি শোতেই একটু আলাদা ধরণের পোশাক পরে হাজির হতে দেখা যায় রিহানাকে। এর জন্য পোশাক নিয়ে নানান ধরণের এক্সপেরিমেন্ট করেও পিছপা হননা রিহানা।
রিহানার একটি আইকনিক লুক হিসাবে পরিচিত তার আমব্রেলা লুক। যেখানে মিনি স্কার্টের মত একটি পোশাকের সাথে হাতে ছাতা নিয়ে দেখা গিয়েছিল রিহানাকে।
একেবারে সাধাসিধে কিন্তু দারুন লাস্যময়ী রূপে হালকা ও ট্রান্সপারেন্ট ফ্লোরাল ডিজাইনার পোশাকে রিহানা।
২০১৮ সালের ক্যাথলিক থিমের গালা মিট অনুষ্ঠানে পোপদের মত মুকুটের থেকে অনুপ্রেরণা নিয়ে আজব এক পোশাকে হাজির হয়েছিলেন রিহানা।
ওয়ানপিস ব্ল্যাক গাউনে বোল্ড অবতারে গলায় মুক্তের হার পরে ও চশমাতে পর্যন্ত মুক্ত নিয়ে স্টেজে হাজির হয়েছিলেন রিহানা। সেই সময় তার ছবি ব্যাপক ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।
ব্ল্যাক কালারের টপের সাথে লোমশ সবুজ রঙের জ্যাকেট পরে দেখা গিয়েছিল একসময় এই পপ গায়িকাকে। সাথে ছিল সবুজ রঙের চশমা।
মাঝে মধ্যে একটি হটকে সাজতে চাইতেন পপ গায়িকা রিহানা। তাই একবার রকার চিক লুকস নিয়েই দর্শকদের সামনে হাজির হয়েছিলেন।
একবার গায়িকা মঞ্চে সাদা রঙের ফ্রিঞ্জ প্যান্ট পরেই উপস্থিত হয়েছিলেন। আর এই ড্রেসে গানের সাথে সাথে নেচেও ছিলেন রিহানা।
শীত থেকে বাঁচতে মোটা ও বড় জ্যাকেট তো অনেকেই পড়েন। কিন্তু রিহানার জ্যাকেট দেখলে ভিরমি খাবেন মাথা থেকে পা পর্যন্ত বিশাল বড় এক জ্যাকেট পরে দেখা গিয়েছিল রিহানাকে।
একসময় রেড কার্পেটে একটি লাল রঙের পোশাকে হাতে কিছু লাল গোলাপ নিয়ে হাজির হয়েছিলেন রিহানা। সে সময় তার পোশাক উপস্থিত সকলের নজর করেছিল।