এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায় অভিনীত এই ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। টিআরপি তালিকায় অবস্থান যেমনই হোক না কেন, একের পর এক টুইস্ট এনে ‘গাঁটছড়া’ কিন্তু দর্শকদের ঠিক মুগ্ধ করছে।
স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, নায়িকা খড়ির (Khori) মৃত্যুর পর তাঁরই মতো দেখতে ঈশার এন্ট্রি হয়েছে। ইতিমধ্যেই ঋদ্ধিমান মুখোমুখি হয়েছে ঈশার (Isha)। তাঁকে দেখে ঋদ্ধি বুঝতে পেরেছে সে আর কেউ নয়, বরং খড়ি (Khori)।
ঈশা সত্যি সত্যিই খড়ি কিনা তা এখনও ধারাবাহিকে খোলসা করে দেখানো হয়নি। তাই স্বাভাবিকভাবেই দর্শকরাও ধন্দে রয়েছে। কিন্তু ঋদ্ধি ঠিক স্ত্রীয়ের স্মৃতি ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নানান বাহানায় ঈশার কাছে থাকার চেষ্টা করছে সে।
‘গাঁটছড়া’র সাম্প্রতিক পর্বে যেমন দেখানো হয়েছে, ঈশার কাছাকাছি থাকবে বলে সিংহ রায় জুয়েলার্সের মালিক ঋদ্ধিমান ড্রাইভারের বেশ ধারণ করেছে! যে মানুষের এক সময় অহংকারে মাটিতে পা পড়ত না, খড়ির ভালোবাসায় সেই ঋদ্ধিই সব অহংকার ভুলে যেভাবে ড্রাইভারি করছে তা দেখে বেশ খুশিই হয়েছেন দর্শকরা।
যদিও শত্রুপক্ষ তথা সিংহ রায় জুয়েলার্সের মালিক ঋদ্ধিকে ড্রাইভার হিসেবে দেখে একেবারেই খুশি নয় ঈশা। এমনকি কলকাতায় ফিরে ঋদ্ধিকে টানতে টানতে কোর্টে নিয়ে যাওয়ার ধমকিও দিয়েছে সে। যদিও তাতে ভয় পাওয়ার পাত্র নন ঋদ্ধি। বরং সে মনে মনে বলে, এবার ঈশা-রূপী খড়ির মুখ থেকেই সব সত্যি বের করবে সে।
‘গাঁটছড়া’র এই জমজমাট ভিডিও দেখেই দর্শকরা বেশ বুঝতে পারছেন, সিরিয়ালের আগামী পর্বগুলি ধামাকেদার হতে চলেছে। সত্যি ঈশাই কি খড়ি নাকি ঋদ্ধির মনের ভুল, তা শীঘ্রই প্রমাণ হতে চলেছে। এবার দেখা যাক, আগামী পর্বে কোন দিকে মোড় নেই ঋদ্ধিমান আর ঈশার সম্পর্ক।