হটাৎ করেই অসুস্থ টলিউডের অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। ভর্তি হওয়ার পর পরীক্ষা করে কিডনিতে স্টোন (Kidney Stone) ধরা পড়েছে। সোমবার অর্থাৎ আগামীকালই করা হবে অপারেশন, এমনটাই জানা যাচ্ছে।
অভিনেতার বাবা কৌশিক সেন এই প্রসঙ্গে বলেন, ‘হটাৎ করেই পেতে ভয়ংকর ব্যাথা শুরু হয়েছিল ঋদ্ধির। এরপর শনিবারই ডাক্তারের কথা মত পরীক্ষা করা হয়। পরীক্ষায় কিডনিতে স্টোন ধরা পরে’। যতটা সম্ভব শীঘ্র অপারেশন করতে হবে বলেই তিনি জানিয়েছেন। আপাততত যন্ত্রনা কিছুটা কম রয়েছে, স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
ইতিমধ্যেই ডাক্তারের পরামর্শ মেনে চলতে নিজের শুটিংয়ের শিডিউলের কিছুটা পরিবর্তন করেছেন অভিনেতা। ঋদ্ধি সেনের মা ও বাবা দুজনেই অভিজয় জগতের সাথে যুক্ত। তাই অভিনয় যে তার রক্তে রয়েছে সেটা আলাদা করে বলার কিছুই নেই। বয়সে ছোট হলেও এই বয়সেই নিজের অভিনয় দিয়ে বহু দর্শকদের মন জিতেছেন ঋদ্ধি।
২০১৭ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় নির্মিত ‘নাগর কীর্তন’ সিনেমায় ঋদ্ধির অভিনয় বেশ প্রশংসিত হয়। ছবির জেরে রাতারাতি ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন অভিনেতা। এমনকি ‘নাগর কীর্তন’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছেন তিনি। এরপর একেরপর এক বাংলা ছবিতে অভিনয় করেছেন আর নিজের অভিনয় দিয়ে সকলের মন জিতেছেন।
টলিউডের গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই বলিউডেও পা রেখেছেন অভিনেতা। ‘হেলিকপ্টার ইলা’তে অভিনেত্রী কাজলের সাথে কাজ করেছেন ছেলের চরিত্রে। এছাড়াও ওয়েব সিরিজেও দেখা গিয়েছে অভিনেতাকে। গতকালই ‘সুন্দরবনে বিদ্যাসাগর’ ওয়েব সিরিজ লঞ্চ হয়েছে যেখানে ঋদ্ধি সেন অভিনয় করেছেন।
View this post on Instagram
‘সুন্দরবনে বিদ্যাসাগর’ ওয়েব সিরিজে ঋদ্ধির পাশাপাশি ঊষসী রায়কেও দেখা যাবে। ওয়েব সিরিজ নিয়ে বেশ কিছু ইন্টারভিউ ও প্রমোশনে দেখা গিয়েছে অভিনেতাকে। ওয়েব সিরিজ নিয়ে একটি পোস্ট করার সময়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা।