• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী-স্ত্রী দুজন মিলেই ছাপাচ্ছে টাকা, আমার আপনার টাকায় আজ ১০০০ কোটির মালিক এই ৫ বলিউড জুটি!

বিনোদন বলতে গেলেই সবার আগে মাথায় আসে সিনেমা আর সিনেমা মানেই বলিউড (bollywood)। আর বলিউডের কথা এলেই মাথায় আসে সুপারস্টার অভিনেতা অভিনেত্রীদের কথা। যারা তুমুল জনপ্রিয়তার পাশাপাশি কোটি কোটি টাকার মালিক হয়ে রাজার হালে দিন কাটান। অনেকেরই স্বপ্ন থাকে বড় হয় অনেক টাকা উপার্জনের, আর বলিউড ইন্ডাস্ট্রির দৌলতে সুপারস্টাররা রীতিমত টাকা ছাপান প্রতিমাসে। বলিউডের এমন অনেক অভিনেতা অভিনেত্রী  রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক হাজার কোটিতে।

এখানেই শেষ নয়!  এমন অনেক দম্পতি (Celebrity Couple) রয়েছে যারা আবার একেঅপরকে বিয়ে করেছেন। মানে, একজনেরই হাজার কোটি তো দুজনের কত হবে ভেবে দেখুন! সাধারণ মানুষরা সিনেমা সুপারস্টার বানায় তারকাদের। আর তাদের দৌলতে একটা সিনেমায় কোটি কোটি টাকা কমিয়ে রাজকীয় জীবন কাটান তারকারা। আজ আপনাদের এমন কিছু বলিউড দম্পতিদের সম্পর্কে জানাবো যাদের দুজনের একত্রে সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটিতে।

   

১. দীপিকা পাডুকোন রণবীর সিং (Deepika Padukone Ranveer Singh)

দীপিকা পাডুকোন,রণবীর সিং,Deepika Padukone,Ranveer Singh,কারিনা কাপুর খান,সাইফ আলি খান,Kareena Kapoor,Saif Ali Khan,ঐশ্বরিয়া রাই বচ্চন,অভিষেক বচ্চন,Aishwarya Rai Bacchan,Abhishek Bacchan,অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,Anushka Sharma,Virat Kohli,অক্ষয় কুমার,টুইঙ্কেল খান্না,Akshay Kumar,Twinkle Khanna,শাহরুখ খান,গৌরী খান,Shahrukh Khan,Gauri Khan,Richest Couples of Bollywood,Richest Bollywood Husband Wife,বলিউড গসিপ,Bollywood Gossip,বলিউডের সবচাইতে বড়লোক স্বামী স্ত্রী

বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর জুটি সকলের কাছেই বেশ পরিচিত। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন দুজনের কেমিস্ট্রি সর্বদাই নজর কাড়ে। দুজনেই বলিউডের প্রথমসারির তারকা, আর তাই এক একটা ছবিতেই কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। যেমনটা জানা যায় দুজনের মিলিত সম্পত্তির পরিমাণ ৪৫০ কোটি টাকা।

২. কারিনা কাপুর খান সাইফ আলি খান (Kareena Kapoor Saif Ali Khan)

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর

বলিউডের দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খান প্রায় দিনই শিরোনামে থাকেন। ইতিমধ্যেই দুই সন্তানের মা হয়ে গিয়েছেন কারিনা। সাইফ আলী খানও একপ্রকার নবাব, পাতৌদি প্যালেসে থাকেন তিনি। আর দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা।

৩.  ঐশ্বরিয়া রাই বচ্চন অভিষেক বচ্চন (Aishwarya Rai Bacchan Abhishek Bacchan)

অভিষেক বচ্চন Abhishek Bacchan ঐশ্বর্য রাই Aishwarya Rai

অমিতাভ বচ্চনের ছেলে  অভিষেক বচ্চন বিয়ে করেছেন সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাইকে। যদিও ঐশ্বর্যের মত অভিনয়ে সফল নন অভিষেক তবে টাকার কোনো অভাব নেই। দুজনের মোট সম্পত্তি মিলিয়ে দিলে দাঁড়াবে প্রায় ১০০০ কোটি টাকা।

৪. অনুষ্কা শর্মা বিরাট কোহলি (Anushka Sharma Virat Kohli)

বিরাট কোহলি অনুষ্কা শর্মা Virat Kohli Anushka Sharma

বলিউডের সুন্দরী অভিনেত্রী অনুষ্কা শর্মা নিজের জীবন সঙ্গী হিসাবে ক্রিকেটার বিরাট কোহলিকে বেছে নিয়েছেন। বলিউডের দৌলতে অনুষ্কা যেমন কোটি টাকা পারিশ্রমিক পান তেমনি বিরাটও খেলার দৌলতে কোটি কোটি টাকা উপার্জন করেন। আর জানলে অবাক হবেন দুজনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১২৫০ কোটি টাকা।

৫. অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না (Akshay Kumar Twinkle Khanna)

দীপিকা পাডুকোন,রণবীর সিং,Deepika Padukone,Ranveer Singh,কারিনা কাপুর খান,সাইফ আলি খান,Kareena Kapoor,Saif Ali Khan,ঐশ্বরিয়া রাই বচ্চন,অভিষেক বচ্চন,Aishwarya Rai Bacchan,Abhishek Bacchan,অনুষ্কা শর্মা,বিরাট কোহলি,Anushka Sharma,Virat Kohli,অক্ষয় কুমার,টুইঙ্কেল খান্না,Akshay Kumar,Twinkle Khanna,শাহরুখ খান,গৌরী খান,Shahrukh Khan,Gauri Khan,Richest Couples of Bollywood,Richest Bollywood Husband Wife,বলিউড গসিপ,Bollywood Gossip,বলিউডের সবচাইতে বড়লোক স্বামী স্ত্রী

বল্লিমদের খিলাড়ি হোক বা রাউডি নাম একটাই আসে সেটা হল অক্ষয় কুমার। অক্ষয় অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন। দুজনেই এখনও কাজ করে চলেছেন, বিশেষত অক্ষয় কুমার একেরপর এক সুপারহিট ছবি করতে রীতিমত ওস্তাদ। বর্তমানে অক্ষয় ও টুইঙ্কেলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১০০ কোটি টাকা।

৬. শাহরুখ খান গৌরী খান (Shahrukh Khan Gauri Khan)

Shahrukh Khan Gauri Khan

বলিউডের বাদশাহ শাহরুখ খান কেরারের শুরুতেই  বিয়ে করেছেন গৌরী খানকে। আজ পর্যন্ত কয়েকশো সুপারহিট ছবি করেছেন শাহরুখ খান। যার দৌলতে হিসাবের বাইরে টাকা উপার্জন করেছেন তিনি। সাথে স্ত্রী গৌরীও কোটি টাকা উপার্জন করেন। জানা যান বর্তমানে শাহরুখ ও গৌরির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬০০ কোটি টাকা।

site