• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিণতি পেতে চলেছে ১০ বছরের প্রেম! মার্চেই বিয়ে করছেন রিচা চাড্ডা আলি ফজল

Published on:

রিচা চাড্ডা,আলি ফজল,বলিউড,Richa chadda,ali Fazal,wedding,Bollywood

চারিদিকে এখন কেবলই বিয়ের মরসুম। টলিউড বলুন বা বলিউড অথবা সোশ্যাল মিডিয়া বিয়ের ছবি সর্বত্র ঘুরছে। দিন কয়েক আগেই সাতপাক ঘুরেছেন বলিউডের পাওয়ার কাপল ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (Vicky Kaushal)। আর তার কিছুদিন আগেই শুভ কাজ সেরেছিলেন পত্রলেখা এবং রাজকুমার রাও। এবার ফের বিটাউনে বাজতে চলেছে বিয়ের সানাই।

আর এবার গাঁটছড়া বাঁধবেন আলি ফজল এবং রিচা চাড্ডা। ‘গ্যাংস্টার অফ ওয়াসেপুর’ খ্যাত বলিউড (Bollywood)-অভিনেত্রী রিচা চাড্ডার (Richa Chadha) বিবাহ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল ২০২০ এর শুরু থেকেই। এমনকি সেই বছরেই সবকিছু ঠিকঠাক ও হয়ে গিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে পিছিয়ে যায় সবকিছুই।

রিচা চাড্ডা,আলি ফজল,বলিউড,Richa chadda,ali Fazal,wedding,Bollywood

২০১২ সালে ফুকরে ছবি করতে গিয়েই আলাপ হয় আলি ফজল ও রিচার৷ প্রথমে শুরুটা হয়েছিল বন্ধুত্ব দিয়েই, কিন্তু এর প্রায় ৭ বছর পর ২০১৯ এ এসে রিচাকে মনের কথা জানান আলি৷ এক সাক্ষাৎকারে রিচা জানিয়েছিলেন যে প্রথমে নাকি প্রেমপ্রস্তাব দেওয়ার পর টানা ১০মিনিট ঘুমিয়েছিলেন আলি! আর তাতেই অবাক রিচা। যদিও তিনি আরও জানিয়েছেন যে বাধ্য হয়ে শেষে প্রস্তাবটা রিচাকেই দিতে হয়! জানা যায়, রিচা আলীকে প্রেমপ্রস্তাব দেওয়ার পর নাকি পাক্কা তিনমাস সময় নেন আলী! আর এরপরেই শুরু হয় রিচা-আলীর সোশ্যাল মিডিয়া কাঁপানো!

রিচা চাড্ডা,আলি ফজল,বলিউড,Richa chadda,ali Fazal,wedding,Bollywood

এতদিনে তাদের দুবছর সংসার করা হয়ে যেত। কিন্তু রিচা আলি কেউই চাননি অতিমারী পরিস্থিতিতে বিয়ে সারতে। সব ঠিক ঠাক থাকলে তাই মার্চেই সাতপাক ঘুরে ফেলবেন এই পাওয়ার কাপল। আপাতত দুজনে শ্যুটিং করছেন ‘ফুকরে ৩ ‘ এর৷ তা ছাড়া, আলির হাতে হলিউডের ছবি ‘ডেথ অন দ্য নাইল’। রিচার ঝুলিতে তিগমাংশু ঢুলিয়ার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’।

এর আগেই রিচা ও আলীর প্রোডাকশন হাউসের সম্পর্কে গুজব রটেছিল, কিন্তু সেই রটনাকে সত্যি করলেন এই যুগল। তাঁরা জানালেন যে রিচার লেখনী ক্ষমতা ও আলীর আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার সুবাদে তাঁরা সহজেই একটি প্রোডাকশন হাউস শুরু করতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥