• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ বছর প্রেমের পর সাত পাক ঘুরছেন Mirzapur’এর গুড্ডু ভাইয়া! প্রকাশ্যে এল রিচা-আলির বিয়ের তারিখ

Published on:

Richa Chadda ali Fazal getting married with 5 day long grand wedding

দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছেন বি টাউনের তারকা জুটি রিচা চাড্ডা (Richa Chadha) এবং আলি ফজল (Ali Fazal)। তাঁদের বিয়ের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে এবার বিয়েটা সেরেই ফেলছেন বলিপাড়ার ‘ফুকরে’ জুটি। হাতে গোনা কয়েক দিন পরই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সাত পাক ঘুরে ফেলবেন পর্দার গুড্ডু ভাইয়া।

২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছে রিচা এবং আলি। একসঙ্গে কেরিয়ার এবং জীবনের নানান উত্থান পতনের সাক্ষী থেকেছেন দু’জনে। ঠিক করেছিলেন ২০২০ সালেই বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু করোনা সংক্রমণের কারণে তা হতে পারেনি। এবার পরিস্থিতির উন্নতি হতেই বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন রিচা এবং আলি।

Richa Chadha and Ali Fazal

বি টাউনের এই তারকা জুটি দীর্ঘ সাত বছর প্রেম করার পর অবশেষে সাত পাক ঘুরতে চলায় বেশ খুশি তাঁদের অনুরাগীরাও। দুই তারকার পরিবারের তরফ থেকে রাজকীয় বিয়ের তোরজোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রিচা এবং আলি কবে সাত পাক ঘুরতে চলেছেন জানেন?

বলিপাড়ার গুঞ্জন, দিল্লি এবং মুম্বইয়ে রিচা এবং আলির বিয়ের অনুষ্ঠানের আসর বসবে। চলতি মাসের শেষ দিকে দিল্লিতে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহ নাগাদ মুম্বইয়ের একটি নামী হোটেলে বসবে রিসেপশনের আসর। চলতি মাসের শেষে ‘ফুকরে’ জুটির গাঁটছড়া বাঁধার সংবাদ জানা গেলেও, ঠিক কোন দিনে সাত পাক ঘুরবেন দু’জনে তা এখনও জানা যায়নি।

Richa Chadha and Ali Fazal

জানা গিয়েছে, রিচা এবং আলির বিয়ের অনুষ্ঠান রাজকীয় কায়দায় আয়োজিত হলেও, সেই অনুষ্ঠানে শুধুমাত্র তারকা জুটির পরিবার এবং কাছের মানুষেরা উপস্থিত থাকবেন। মুম্বইয়ের রিসেপশনে আমন্ত্রণ জানানো হবে বলিউডের সকল তারকাকে। শোনা যাচ্ছে, রিচা এবং আলির গ্র্যান্ড রিসেপশনে উপস্থিত থাকবেন প্রায় ৩৫০-৪০০ অতিথি। প্রায় এক সপ্তাহ ধরে চলবে বিয়ের সকল অনুষ্ঠান।

Richa Chadha and Ali Fazal

বি টাউনের এই তারকা জুটির প্রেম বেশ ফিল্মি কায়দায় শুরু হয়েছিল। ২০১৩ সালে ‘ফুকরে’ ছবির সেটে প্রথম আলাপ দু’জনের। প্রথমে স্রেফ বন্ধু ছিলেন দু’জনে। ২০১৫ সাল থেকে শুরু প্রেম। ২০১৭ সালে সম্পর্কের কথা ঘোষণা করেন রিচা এবং আলি। দীর্ঘ সাত বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে তাঁদের সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥