বাংলার লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধিরী, এবার হটাৎই সুশান্ত সিংয়ের লিভ ইন পার্টনার রিয়া চক্রবর্তী কে নির্দোষ দাবি করলেন তিনি। বললেন তাকে আর প্রতারিত না করা হয়,রিয়াকে মুক্তি দেয়ার দাবি করেন অধীর বাবু। সুশান্ত তদন্তে রবিবার AIIMS এর ফরেনসিক রিপোর্টে সুশান্তের খুনের তথ্য খারিজ করেছে বিশেষজ্ঞের দল। তারা বলেছেন সুশান্ত ফাঁসি দিয়ে আত্মহত্যার ফলেই মারা গিয়েছে। এরপর অধীর বাবু দাবি করেন রিয়াকে গ্রেফতার করতে চক্রান্ত। এর আগে তিনি বলেছিলেন বিহারে ভোটে ফায়দা তোলার জন্য নাকি বিজেপি এই সমস্ত কাজ করাচ্ছে।
অধীর বাবু দাবি করেছেন যে রিয়া চক্রবর্তী রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। তিনি লিখেছেন বিজেপি চাইলে এখন প্রচার করে AIIMS এর ফরেনসিক রিপোর্ট দেওয়া দলকে অভিযুক্ত করতে পারে, যা সুশান্তের মৃত্যুতে রিয়ার ষড়যন্ত্রের অভিযোগকে নাকচ করছে।
সাথে তিনি আরো বলেছেন, সুশান্তের মত একজন অভিনেতার মৃত্যুতে আমরা দুঃখী।কিন্তু তাই বলে একজন মহিলাকে অভিযুক্ত রূপে ফাঁসিয়ে সুশান্তকে সন্মান দেওয়া যেতে পারে না। আমি আগেও বলেছি রিয়া চক্রবর্তী নির্দোষ, আবারো তাই বলছি ওনাকে প্রতারিত না করে মুক্তি দেওয়া উচিত। কারণ রিয়া বর্তমানে ঘৃণ্য রাজনৈতিক যড়যন্ত্রের শিকার হয়েছেন।