সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই বলিমহলে রীতিমত মুখ পুড়েছে রিয়া চক্রবর্তীর (Rhea chakraborty)। মহেশ ভাটের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়েও নানা অকথা-কুকথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। অভিনেতার মৃত্যুর পর থেকেই তার উপর দিয়ে বয়ে গিয়েছে অসংখ্য ঝড় ঝাপটা। জেল ও খাটতে হয়েছে রিয়াকে। সুশান্ত রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তার অনুরাগীরা। সুশান্তের মৃত্যুর পর অভিযোগের তীর তাই রিয়ার দিকেই গিয়ে বিঁধেছে।
তিনি যেন সুশান্ত কান্ডের খল নায়িকা। আগামী ১৪ই জুন ১ বছর হবে সুশান্ত চলে যাওয়ার। শোনা যাচ্ছে, তার পরেই স্বমহিমায় পর্দায় ফিরবেন অভনেত্রী রিয়া চক্রবর্তী। তাও যেকোনো চরিত্র নয় মহাভারতের ‘দ্রৌপদী’ হয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। সূত্রের খবর, মহাভারতের (Mahabharata) কাহিনি অবলম্বনে একটি বড় বাজেটের ছবি তৈরি হচ্ছে। তাতেই দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার জন্য রিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে রিয়া এখনও চুক্তি পত্রে সাইন করেননি বলে বিষয়টা প্রাথমিক স্তরেই রয়ে গিয়েছে৷
দিন কয়েক আগেই, অভিনেত্রীর মানসিক অবস্থা খারাপ হচ্ছে বলে সোচ্চার হয়েছিলেন তার বান্ধবী শিবানী দান্ডেকর ।ফের রিয়াকে খানিকটা স্বাভাবিক দেখে কমেন্টবার্তায় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন শিবানী। সিনেমার জগতে ফিরতে আগ্রহী রিয়া চক্রবর্তী। একথা আগেই শোনা গিয়েছিল। সেই সময় খবর রটেছিল, দক্ষিণী ছবিতে কামব্যাক করতে পারেন অভিনেত্রী।
প্রসঙ্গত, খুব শিগগিরই পর্দায় ফিরবেন রিয়া চক্রবর্তী। জল্পনা চলছিল ‘চেহরে’ ছবির হাত ধরেই ওটিটি প্ল্যাটফর্মে স্বমহিমায় ফিরবেন বাঙালি অভিনেত্রী। ইমরান হাশমি ও অমিতাভ বচ্চনের মত বড় বড় নাম যুক্ত থাকায় এই ছবি যে যথেষ্ট হিট হবে, তা আগাম জানিয়েও দিয়েছিলেন বলিবিশেষজ্ঞরা। এমনকি এই ছবির ট্রেলারেও দেখা মিলেছে রিয়ার।