রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) নামটা শুনলেও আজও সবার আগে মাথায় আসে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) কথা। দেখতে দেখতে ২ বছর পেরিয়ে গিয়েছে আমাদের ছেড়ে চলে গিয়েছেন সুশান্ত। শুরুতে ‘জাস্টিস ফর সুশান্ত’ ব্যাপক ছড়িয়ে পড়লেও ধীরে ধীরে আবারও পুরোনো ছন্দে ফিরেছে বলিউড। সুশান্তের প্রেমিকা রিয়াও এবার ফিরছেন অভিনয়ে।
গতকালই ছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জন্মদিন। সুশান্ত মৃত্যুর পর অনেকটাই পুরোনো ফর্মে ফিরেছেন অভিনেত্রী। আর জন্মদিন উপলক্ষে এবার সেলিব্রেশনও হয়েছে। একসময় যেখানে রিয়ার বিরুদ্ধে হাজারো কটাক্ষ, নিন্দা সমালোচনা করলেও আজ সেই রেশ অনেকটাই কেটে গিয়েছে। আর বলিপাড়ার তারকারা তাকে জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন।
তবে জন্মদিনের সেলিব্রেশন হলেও হিন্দি ছবিতে আর দেখা মেলেনি রিয়ার। এদিকে অনেকেই অপেক্ষায় রয়েছেন কবে আবারও পর্দায় কামব্যাক করবেন অভিনেত্রী! শেষবার তাকে দেখে গিয়েছিল ‘চেহরে’ ছবিতে। ছবির পোস্টর প্রকাশ্যে আসার পরেই তীব্র প্রতিবাদ জানিয়েছিল নেটিজেনরা। এরপর ট্রেলার থেকে সরিয়ে দেওয়া হয় রিয়ার মুখ।
যেমনটা জানা যাচ্ছে, বলিউডের ছবির খবর এপর্যন্ত না পাওয়া গেলেও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ পেতে চলেছেন রিয়া। টলিউডের প্রযোজক রানা সরকার (Rana Sarkar) অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছেন ছবির জন্য। শুভেচ্ছা বার্তা জানিয়ে বাংলা ছবিতে তাকে ক্যাশ করার কথাও বলেছেন তিনি। পরিচালক প্রযোজক বলেন, ‘সুশান্তের মৃত্যুর জন্য রিয়ার কোনো দশ ছিল না। এদিকে ওই ঘটনার পর থেকে বলিউডে ব্রাত্যের তালিকায় রয়েছেন রিয়া। তাই বাংলা ছবির প্রস্তাব’।
তাহলে কি এবার শীঘ্রই টলিউডে দেখা মিলবে রিয়া চক্রবর্তীর? না, আসলে এপর্যন্ত প্রস্তাবই দিয়েছেন প্রযোজক। ঠিক থাকে কিছুই হয়নি। এবছরের ফ্রেবুয়ারী মাসেই অভিনয়ে ফেরার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তবে বলিউডে নাকি টলিউডে কোথায় কামব্যাক করবেন সেটাই এখন দেখার।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্ত মৃত্যুর পর NCB এর কাছে গ্রেফতার হয়ে জেল খাটতে হয়েছিল রিয়াকে। এমনকি রিয়ার ভাইও জেলে গিয়েছিল, এরপর অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন দুজনেই। এরপর মাঝে বেশ কিছুদিন উধাও হয়ে গিয়েছিলেন রিয়া ও তাঁর ভাই শৌভিক।