• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিস ইউ! সুশান্তের জন্মদিনে অভিনেতার সাথে কাটানো সুন্দর মুহুর্ত শেয়ার করলেন রিয়া চক্রবর্তী

Published on:

sushant singh rajput,rhea chakraborty,sushant singh rajput birthday,রিয়া চক্রবর্তী,সুশান্ত সিং রাজপুত,সুশান্ত সিং রাজপুতের জন্মদিন

তারাদের দেশে চলে গিয়েছে হাসিখুশি ছেলেটা। আজ সুশান্ত সিং রাজপুতের (Sushant sing Rajput) মৃত্যুর পর দ্বিতীয় জন্মবার্ষিকী। সারাদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চোখের জল ফেলেছেন অনুরাগীরা। একদম শেষ বেলায় এবার তাকে নিয়ে পোস্ট দিলেন প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)।

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই বলিমহলে রীতিমত মুখ পুড়েছে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) । মহেশ ভাটের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক নিয়েও নানা অকথা-কুকথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। অভিনেতার মৃত্যুর পর থেকেই তার উপর দিয়ে বয়ে গিয়েছে অসংখ্য ঝড় ঝাপটা। জেল ও খাটতে হয়েছে রিয়াকে। সুশান্ত রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলে মেনে নিতে নারাজ তার অনুরাগীরা। সুশান্তের মৃত্যুর পর অভিযোগের তীর তাই রিয়ার দিকেই গিয়ে বিঁধেছে।

sushant singh rajput,rhea chakraborty,sushant singh rajput birthday,রিয়া চক্রবর্তী,সুশান্ত সিং রাজপুত,সুশান্ত সিং রাজপুতের জন্মদিন

তিনি যেন সুশান্ত কান্ডের খল নায়িকা। গত দু বছর আগে সকলকে ছেড়ে একরাশ অভিমান বুকে নিয়ে চলে গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এদিকে তার মৃত্যুর পর থেকে রিয়াকে কম খারাপ কথা শুনতে হয়নি, তবে ধীরে ধীরে সেসব নেগেটিভিটি কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন অভিনেত্রী।

sushant singh rajput,rhea chakraborty,sushant singh rajput birthday,রিয়া চক্রবর্তী,সুশান্ত সিং রাজপুত,সুশান্ত সিং রাজপুতের জন্মদিন

নেশা করানো, অভিনেতার টাকা হাতানোর মতোন নানান অভিযোগে জর্জরিত হয়েও প্রয়াত প্রেমিকের জন্য তার আবেগ যে অক্ষুণ্ণ রয়েছে তা ফের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন রিয়া। এদিন সুশান্তের জন্মদিনে অভিনেতার সাথে কাটানো একটি সুন্দর মুহুর্তের ভিডিও পোস্ট করেছেন রিয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়া সুশান্ত জিম করছেন৷ বেশ হাসি খুশিই দেখাচ্ছে দু’জনকে। ব্যাকগ্রাউন্ডে চলছে পিঙ্ক ফ্লয়েড এর গান। এই ভিডিওর নীচেও যদিও রিয়াকে নিয়ে কম কুকথা বলা হয়নি৷ তবু রিয়ার সুশান্তের উদ্দেশ্যে একটাই কথা, “মিস ইউ”।

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥