• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের আসল রূপে ফিরতে চাইছেন রিয়া, একসময় সুশান্তের সাথে আসতেন এখন একাই ফিরলেন চেনা জিমে

বলিউডের অভিনেত্রী রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুর পর থেকে জীবন যেন দুর্বিসহ হয়ে পড়েছিল বাঙালি এই অভিনেত্রীর। সুশান্তের রহস্যজনক মৃত্যুর জন্য রিয়াকেই দোষী সাব্যস্ত করছিলেন অনেকে। আর অপরাধীর এই তকমা একেবারে তছনছ করে দে রিয়া চক্রবর্তীর জীবনকে।

Rhea cahkraborty

   

তদন্ত শুরু হওয়ার পর আরো সমস্যায় জর্জরিত হয়ে পড়েন অভিনেত্রী। মাদক মামলায় যোগসূত্র মেলে রিয়া চক্রবর্তীর যার জন্য বেশ কিছুদিন জেলেও যেতে হয় অভিনেত্রীকে। এমনকি রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী পর্যন্ত মাদক মামলায় জেলের ঘানি টেনে এসেছেন।

রিয়া চক্রবর্তী Rhea Chakraborty

কিন্তু, বেশ কিছুদিন সময় লাগলেও জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী। তবে জামিন পেলেও খুব একটা দেখা যায়নি অভিনেত্রীকে। এমনকি  নিজের পুরোনো বাড়িতে না থেকে নতুন বাড়িতে উঠেছেন রিয়া চক্রবর্তী। তবে, লোক সমাজের  তীব্র কটাক্ষ থেকে কিছুটা দূরে থাকতে চেয়েছেন অভিনেত্রী। তাই বহুদিন নিজেকে খানিকটা লোক চক্ষুর আড়ালেই লুকিয়ে রেখেছিলেন রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী Rhea Chakraborty

তবে, ধীরে ধীরে এই সমস্ত কাটিয়ে উঠছেন রিয়া চক্রবর্তী। জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন রিয়া। রাস্তায় পাপারাৎজির ক্যামেরায় মাঝে মধ্যেই ধরা দিচ্ছেন রিয়া চক্রবর্তী। কখনো ফুল কিনতে তো কখনো পার্টিতে যাবার সময়। অর্থাৎ পুরোনো স্মৃতি কাটিয়ে উঠে জীবনে নতুন করে বাঁচতে চাইছেন রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী Rhea Chakraborty

ইতিমধ্যেই তার হাতে রয়েছে বলিউডের ছবি ‘কামব্যাক’। যেমনটা জানা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে রিলিজ হবে ছবিটি। সম্প্রতি অভিনেত্রী পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছেন। জিমে যাবার সময় পিঙ্ক টপ আর ব্ল্যাক ট্র্যাক সুট পরে দেখা গিয়েছে রিয়া চক্রবর্তীকে।

রিয়া চক্রবর্তী Rhea Chakraborty

একসময় যে জিমে সুশান্তের সাথে জিম করতে যেতেন সেই জিমেই হাজির হয়েছেন রিয়া চক্রবর্তী। কিন্তু এবার আর সুশান্ত নেই বদলে ভাই সৌভিক চক্রবর্তী এসেছিলেন রিয়াকে ছাড়তে। আর সেই সময়েরই ছবি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ছবি শেয়ার হতেই ছবি ভাইরাল হয়ে যায় আর রিয়া চক্রবর্তীর কপালে ফের জোটে একরাশ কটাক্ষ। এক নেটিজেন তাকে খুনি বলে কটাক্ষ করেন।

রিয়া চক্রবর্তী Rhea Chakraborty

site