অভিনেতা সুশান্ত সিং রাজপুত (sushant sing rajput) মৃত্যুর পর গোটা একটা বছর কেটে গেলেও শেষ হয়নি তদন্ত। সুশান্তের মৃত্যুতে লক্ষ লক্ষ ভক্তগণ আজও শোকাহত, দাবি করেন সুশান্তের জন্য ন্যায়ের। সুশান্তের সাথে যে দুজন ওতপ্রোতভাবে জড়িয়েছিল তারা হলেন সুশান্তের মারা যাবার সময় প্রেমিকা রিয়া চক্রবর্তী (rhea chakraborty) ও প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande)। সম্প্রতি শোনা যাচ্ছে দুজনকে নাকি এবার একত্রে দেখা যেতে পারে টিভির পর্দায়।
সুশান্তপ্রেমীদের মতে অঙ্কিতাই ছিলেন সুশান্তের যোগ্য প্রেমিকা। অন্যদিকে রিয়া চক্রবর্তীকে একেবারেই সহ্য করতে পারেন না সুশান্ত অনুগামীরা। জানা যাচ্ছে এবছরে শুরু হতে চলে বিগ বস সিজেন ১৫তে একত্রে দেখা যেতে পারে দুজনকে। চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই আমন্ত্রণের অফার পাঠানো হয়েছে রিয়া চক্রবর্তীকে। যদি অভিনেত্রী বিগ বসের মঞ্চে হাজির হওয়ার জন্য রাজি হন তাহলেই আমন্ত্রণ পাঠানো হবে অঙ্কিতা লোখান্ডেকেও।
রিয়্যালিটি শো বিগ বসের (big boss)জনপ্রিয়তা রয়েছে বেশ। আর আসন্ন সিজেনে যদি সত্যিই রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে হাজির হন তাহলে ব্যাপক সংখক দর্শকেরা বিগ বসের ঘরে নজর রাখবেন। তবে এপর্যন্ত রিয়া ও অঙ্কিতা যে সিজেন ১৫তে থাকছেন সেটার কোনো কনফর্মেশন পাওয়া যায়নি। তাছাড়া রিয়া রাজি হলে তবেই অঙ্কিতাকে আমন্ত্রণের অফার দেওয়া হবে বলেই জানা যাচ্ছে।
সিজেন ১৫তে রিয়া, অঙ্কিতা ছাড়াও আরো অনেক সেলেব্রিটি ও পরিচিত ব্যক্তিত্বদের দেখা যাবে জানা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে নাগিন খ্যাত আদা খান, দিশা পরমার, সুরভি চন্দা, ইন্ডিয়ান আইডল সিজেন ১ এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্ত প্রমুখদের। তবে হ্যাঁ এটা নিশ্চিত রূপেই বলা যায়, যদি রিয়া ও অঙ্কিতা এই সিজেনে হাজির হন তাহলে এবারের সিজেন রেকর্ড ভাঙবে বাকি সমস্ত সিজেনের টিআরপি এর।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকে প্রাথমিকভাবে রিয়াকেই দোষী হিসাবে মানতে শুরু করেছিল সকলে। যদিও রিয়া পরে বেল পেয়ে এগিয়েছে। অন্যদিকে সুশান্তের জন্য ন্যায় চেয়ে সরব হয়েছিলেন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়াতে সুশান্তের উদ্দেশ্যে একাধিক ট্রিবিউট শেয়ার করেছেন অভিনেত্রী। তবে দুজনকে একত্রে টিভির পর্দায় দেখতে পাওয়া যাবে কি না সেটাই এখন দেখার বিষয়।