বিরতি শেষ, আবারও পর্দায় ফিরছে দর্শকদের প্রিয় খড়ি! প্রকাশ্যে শোলাঙ্কির কামব্যাকের খবর

এই মুহূর্তে বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি, পৌঁছে গিয়েছেন বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে। দর্শকমহলে এখন শোলাঙ্কির পরিচিতি ‘খড়ি’ (Khori) নামেই। যদিও ধারাবাহিকে এখন আর দেখা যাচ্ছে না তাঁকে। ‘গাঁটছড়া’য় দেখানো হয়েছে, মৃত্যু হয়েছে খড়ির।
আসলে সম্প্রতি চ্যানেলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে শোলাঙ্কির। সেই চুক্তি তিনি আর বাড়াতে চাননি। প্রায় দেড় বছর কাজ করার পর ‘গাঁটছড়া’ ছাড়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। ‘খড়ি’ সিরিয়াল ছাড়তেই ধারাবাহিকের কাহিনীও ১৫ বছর এগিয়ে গিয়েছে। এখন সিংহরায় পরিবারের নতুন প্রজন্মের কাহিনী দেখানো হচ্ছে।
এসবের মাঝেই কয়েকদিন আগে শোনা গিয়েছিল, ‘গাঁটছড়া’য় নাকি ফের কামব্যাক করতে চলেছেন শোলাঙ্কি। খড়ি চরিত্রটিকে ফের ফিরিয়ে আনছেন নির্মাতারা। এবার সত্যি সত্যিই শোলাঙ্কির পর্দায় ফেরার খবর চলে এল। যা শুনলেই প্রত্যেক খড়িপ্রেমীর মন ভালো হয়ে যাবে।
‘গাঁটছড়া’ ছাড়ার পর পাহাড়ের কোলে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন শোলাঙ্কি। সেখান থেকে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছুটি কাটানোর পর এখন বেশ অনেকটাই ফিট তিনি। এবার খবর পাওয়া গেল, শীঘ্রই ক্যামেরার সামনে ফিরতে চলেছেন দর্শকদের নয়নের মণি খড়ি। যদিও টেলিভিশনের পর্দায় নয়, বরং ওটিটিতে (OTT) দেখা যাবে অভিনেত্রীকে।
গত কয়েকদিন ধরে ‘গাঁটছড়া’য় শোলাঙ্কির কামব্যাকের যে খবর শোনা যাচ্ছিল তা সত্যি হচ্ছে না। বরং জানা গেল, ‘কিশমিশ’, ‘দিলখুশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের (Rahul Mukherjee) আগামী ওয়েব সিরিজে (Web Series) মুখ্য চরিত্রে দেখা যাবে শোলাঙ্কিকে। ফ্যামিলি ড্রামা ঘরানার এই সিরিজে শোলাঙ্কিকে ‘পৃথা’ নামে একটি চরিত্রে দেখা যাবে বলে খবর।
পর্দার ‘খড়ি’ ছাড়াও এই সিরিজে অনুসূয়া মজুমদার, ঐশ্বর্য সেনের মতো তারকারাও থাকবেন বলে জানা গিয়েছে। আগামী জুন মাস থেকে শুরু হবে শ্যুটিং। ‘গাঁটছড়া’ ছাড়ার পর খড়ির নতুন প্রোজেক্টের খবর শুনে বেশ খুশি তাঁর অনুরাগীরা। আপাতত শোলাঙ্কির কামব্যাক সিরিজ দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।