কথায় আছে, মানুষের দু’চোখের (Eyes) দিকে তাকালেই অনেক না বলা কথা বুঝে নেওয়া যায়। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা চোখ দেখে অপরজনের প্রতি আকৃষ্ট হন। কিন্তু সেই চোখের নীচেই যদি ডার্ক সার্কেল (Dark Circle) থাকে তাহলে? পুরুষ-মহিলা যে কারোর চোখের নীচে কালির সমস্যা থাকতে পারে। আজকের প্রতিবেদনে ডার্ক সার্কেল দূর করার ৭ সহজ ঘরোয়া উপায় (Home Remedies) তুলে ধরা হল।
টম্যাটো (Tomato)- টম্যাটোর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে যদি চোখের নীচে লাগান তাহলে আস্তে আস্তে ডার্ক সার্কেল কমতে থাকবে। পাশাপাশি টম্যাটো ত্বকের জন্যেও খুব ভালো। এতে ত্বক সতেজ এবং কোমল থাকে।
আলু (Potato)- আলুর রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এরপর তুলোর সাহায্যে সেই মিশ্রণ চোখের নীচে লাগান। ডার্ক সার্কেল দূর করতে ম্যাজিকের মতো কাজ করে আলুর রস।
ঠাণ্ডা দুধের সর (Cold Milk)- প্রথম কাঁচা দুধ ঠাণ্ডা করুন। এরপর তুলোর সাহায্যে সেটি চোখের নীচে লাগান। দিনে দু’বার ব্যবহার করলেই ফলাফল দেখতে পাবেন।
ঠাণ্ডা টি-ব্যাগ (Cold Tea Bag)- প্রথমে একটি টি ব্যাগ জলে ডুবিয়ে রাখুন। এরপর সেটি ঠাণ্ডা করার জন্য ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে চোখে আলতো করে লাগান। রোজ ১০ মিনিট করে ঠাণ্ডা টি ব্যাগ লাগালে ফলাফল আপনাআপনিই দেখতে পাবেন।
কমলা লেবুর খোসা (Orange Peel)- প্রথমে কমলালেবুর খোসা রোদে ভালো করে শুকিয়ে নিন। এরপর সেটি পিষুন। এরপর এই গুঁড়োর সঙ্গে অল্প পরিমাণ গোলাপ জল যোগ করে ডার্ক সার্কেলের ওপর লাগালে উপকার পাবেন।
ডিমের সাদা অংশ (Egg White)- প্রথমে ফ্রিজে রাখা দু’টি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর সেই ফেটানো ডিমের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মেশাতে হবে। এরপর একটি ব্রাশ ডিমের সাদা অংশের মধ্যে ডুবিয়ে ডার্ক সার্কেলের ওপর লাগাতে হবে। ১০-১৫ মিনিট রাখতে হবে, শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
শসার রস (Cucumber)- প্রথমে শসা বেটে শসার রস বের করে নিন। এরপর একটি তুলোয় শসার রস লাগান।
এরপর এই শসার রস তুলো দিয়েই চোখের চারপাশে লাগিয়ে নিন। ১৫ মিনিট মতো রেখা ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করলেই একেবারে ম্যাজিকের মত পার্থক্য চোখে পড়বে।