• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখের নিচে কালচে দাগ! জেনে নিন কিভাবে ডার্ক সার্কেলস দূর করার সহজ পদ্ধতি

Published on:

Remove Dark Circles in Easy Steps

নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা কত কিছুই না করি। বিশেষত মহিলারা নিজেদের সুন্দর দেখানোর জন্য একটু বেশিই যত্নবান হন। সুন্দরতা বাড়াতে অনেকেই মেকাপ ব্যবহার করেন। আর কথায় আছে, ‘চোখ নাকি মনের কথা বলে দেয়’। কিন্তু অনেকেরই চোখের নিচে কালচে দাগ হয়ে যায়। যা আদতে যে কোনো ব্যক্তি বা মহিলার সৌন্দর্য নষ্ট করে দেয়। চোখের নিচে এই কালো দাগকে বলে ডার্ক সার্কেলস (Dark Circles)।

Remove Dark Circles in Easy Steps,Reduce Dark Circles Easily,Under Eye Dark Circles,Dark Circles Removal Tips

এই ডার্ক সার্কেলস হবার একাধিক কারণ রয়েছে। অনিদ্রা, যথাযথ পুষ্টির অভাব , স্ট্রেস ইত্যাদি। আসুন আজ দেখে নেওয়া যাক ডার্ক সার্কেলস দূর করার সহজ পদ্ধতি। যার মাধ্যমে খুব সহজেই আপনি আপনার চোখের নিচের ডার্ক সার্কেলস সহজেই দূর করতে পারবেন। যেটা আপনাকেই সার্বিক ভাবে একটা আরো সুন্দর লুক দিতে সাহায্য করবে।

  • গোলাপ জল (Rose Water)

Remove Dark Circles in Easy Steps,Reduce Dark Circles Easily,Under Eye Dark Circles,Dark Circles Removal Tipsসারাদিনের নানান কাজের পর শুতে যাবার আগে গোলাপ জল ব্যবহার করতে পারেন। এলকেটরে ঘুমাতে যাবার আগে একটু তুলোয় গোলাপ জল নিয়ে তা চোখের চারপাশে ভালো করে ম্যাসাজ করতে থাকুন। ৫-১০ মিনি এভাবে ম্যাসাজ করলেই সমস্ত নোংরা দূর হয়ে যাবে ও চোখের কাছের ত্বক আরো কোমল হয়ে উঠবে।

 

  • আলু বাটা (Potato Paste)

Potato Paste

বাঙালির প্রায় প্রতিটি তরকারি রান্নার পদেই রয়েছে আলু। এই আলু বেটে সেই আলু বাটা যদি চোখের নিচে লাগাতে পারেন তাহলেও খুব শীঘ্রই ডার্ক সার্কেলস কমে যেতে পারে। পরপর ৫-৭ দিন ব্যবহার করলেই একেবারে মুক্তি পেতে পারেন ডার্ক সার্কেলস এর থেকে।

 

  • বরফ (Ice Cube)

Remove Dark Circles in Easy Steps,Reduce Dark Circles Easily,Under Eye Dark Circles,Dark Circles Removal Tips

গোলাপ জলের মতোই বরফের টুকরো নিয়ে তা চোখের আশেপাশে ম্যাসাজ করার মত করে ব্যবহার করতে পারেন। এতে ভালো উপকার পাওয়া যেতে পারে।

 

  • মধু (Honey)

honey

ত্বকের যত্নে মধু বেশ উপকারী। আর আপনার ডার্ক সার্কেলস জাতি সূর্যের তেজে হওয়া টানিং এর কারনে হয়ে থাকে তাহলে অল্প মধু নিয়ে তা চোখের চারপাশে মাখিয়ে দিতে হবে। এরপর শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলেই চোখের নিচের কালোভাব অনেকটা দূর হয়ে যাবে।

 

  • পর্যাপ্ত ঘুম (Sleep)

Remove Dark Circles in Easy Steps,Reduce Dark Circles Easily,Under Eye Dark Circles,Dark Circles Removal Tips

অনেক সময় দীর্ঘদিন ধরে ঘুম কম বা অনিদ্রা হলে ডার্ক সার্কেলস হতে পারে। তাই পর্যাপ্ত পরিমান ঘুমানোর চেষ্টা করুন। এতে স্ট্রেসও কমবে আর ডার্ক সার্কেলের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥