Uttam Kumar 34th Death Anniversary: দেখতে দেখতে ৪৩ বছর হয়ে গেল না ফেরার দেশে পাড়ি দিয়েছে বাংলার ‘মহানায়ক’ (Mahanayak) উত্তম কুমার (Uttam Kumar)। ১৩৮০ সালে আজকের দিনেই মৃত্যুর (Death Anniversary) কোলে ঢলে পড়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা। তাঁর মৃত্যুর পর প্রায় সাড়ে দশক কেটে গেলেও, টলিউড (Tollywood) আজ পর্যন্ত দ্বিতীয় ‘মহানায়ক’ পায়নি। ইন্ডাস্ট্রিতে প্রচুর অভিনেতা এলেও কেউ তাঁর জায়গা নিতে পারেনি।
আজ কিংবদন্তি উত্তম কুমারের মৃত্যুদিনে স্বাভাবিকভাবেই তাই প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছেন বাংলার সিনেপ্রেমী মানুষরা। সমাজমাধ্যম ছেয়ে গিয়েছে ‘মহানায়ক’কে নিয়ে করা নানান পোস্টে । কেউ আবেগঘন বার্তা শেয়ার করেছেন, কেউ তুলে ধরেছেন অজানা কাহিনী, কেউ আবার শেয়ার করেছেন উত্তম কুমারের নানান এভারগ্রিন গান।
আগের প্রজন্মের মানুষই শুধু নয়, বর্তমান প্রজন্মকেও মোহিত করে রেখেছেন ‘মহানায়ক’। অথচ শুনলে অবাক হবেন, কেরিয়ারের শুরুতে এই অভিনেতার পরপর ৭টি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় তাঁকে বলা হতো ‘ফ্লপমাস্টার’।
কেরিয়ারের শুরুটা ভালো না হলেও উত্তম কুমার কিন্তু থেমে থাকেননি। এরপর একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সব মিলিয়ে মোট ২১১টি সিনেমায় অভিনয় করেছিলেন ‘মহানায়ক’। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি।
আরও পড়ুনঃ
উত্তম কুমার এমন একজন অভিনেতা ছিলেন যিনি শুধুমাত্র টলিউড অবধিই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বলিউডেও কাজ করেছিলেন বাংলার ‘মহানায়ক’। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আশানুরূপ সাফল্য না পেলেও প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। বলিউডের বহু নামকরা তারকা ‘মহানায়ক’র ভক্ত ছিলেন বলে শোনা যায়। আজও উত্তম কুমারের মতো জনপ্রিয়তা দ্বিতীয় কোনও টলিউড অভিনেতা পায়নি।
আরও পড়ুনঃ দর্শকদের জন্য সুখবর! ৫১ বছরের পর নতুনরূপে পর্দায় ফিরছে উত্তম-অপর্ণার কালজয়ী ছবি
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই কিংবদন্তি অভিনেতার শেষ ছবি হল ‘ওগো বধূ সুন্দরী’। ১৯৮০ সালে এই ছবির শ্যুটিংয়ের সময়ই হৃদরোগে আক্রান্ত হন উত্তম কুমার। পরে অভিনেতাকে শহর কলকাতার একটি নামী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। মাত্র ৫৩ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের উদ্দেশে গমন করেছিলেন বাংলার ‘মহানায়ক’। সেই সঙ্গেই ইতি পড়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক সুবর্ণ অধ্যায়ে।