• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মনে আছে সলমন খানের বজরঙ্গি ভাইজানের ছোট্ট মুন্নিকে! দেখুন তার বড়বেলার ছবি

Published on:

সালমান খানের বজরঙ্গি ভাইজান মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এই ছবি তোলপাড় করে দিয়েছিল ভারত পাকিস্তানের মত দুই দেশে। এর মধ্যে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর। এই সিনেমায় সলমন খান, করিনা কাপুর, নওয়াজ উদ্দিন সিদ্দিকী বাদেও দর্শকদের মন কেড়েছিল ছোট্ট মুন্নি। ওই বয়সেই কথা না বলেও কেবল অভিনয়ের জাদুতে গোটা দেশের মানুষের মন জিতে নিয়েছিল মুন্নি।

২০১৫ সালে বজরঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর কেটে গেছে পাঁচ বছর। আর এই সময়ের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে পর্দার মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা, ছোট্ট মুন্নি এখন পরিণত কিশোরী।

বজরঙ্গি ভাইজান মুক্তি পাওয়ার পর ফিল্মফেয়ারে সেরা শিশুশিল্পীর পুরস্কার পায় হর্ষালি। এছাড়াও অসংখ্য পুরস্কার নিজের ঝুলিতে ভরে নিয়েছে মুন্নি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বর্তমানে একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছে হর্ষালি। যেখানে তাকে দেখে অনেকেরই আবার ছোট্ট মুন্নির কথা মনে পড়তে শুরু করেছে। সম্প্রতি লাল জামায় দীপাবলির সাজে ধরা দিয়েছে মুন্নি।এই ছবিগুলির মধ্যে একটিতে তাঁকে দিয়া হাতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে একটি রঙ্গোলির পাশে বসে থাকতে দেখা গিয়েছে। ওই রঙ্গোলি হর্ষালি নিজের হাতে তৈরি করেছেন বলে মনে হচ্ছে। অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আর ছবি শেয়ার হতেই নিমেষে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥