একসময় 100MB ডেটা দিয়েই গোটা মাস চলে যেত, এখন দিনে ১.৫ জিবি থেকে ৩ জিবি ডেটাও অনায়াসে শেষ হচ্ছে। তাই এখনকার দিনে যে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি বেশি যেটা দেবে লোকের নজরও থাকবে সেদিকেই। এদিক থেকে রিলায়েন্স জিও (Reliance Jio) বাকি সমস্ত টেলিকম অপারেটরদের জব্বর টক্কর দিচ্ছে। প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেল (Bharti Airtel) জিওর রিচার্জ প্ল্যানের মতোই একাধিক রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। তবে আদতে ফায়দা কোনটায়? চলুন আজ জেনে নেওয়া যাক আসল সত্যি।
Jio 269 Plan এর সুবিধা
প্রথমেই আসা যাক রিলায়েন্স জিওর ২৬৯ টাকার প্ল্যানের কথায়। এই প্ল্যান যদি আপনি রিচার্জ করেন তাহলে প্রতিদিন ১.৫ জিবি করে মাসে ৪২ জিবি হাই স্পিড ফোরজি ডেটা পাবেন। অবশ্য দেড় জিবির পরে ইন্টারনেট শেষ হয়ে যাবে না এর পরেও ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। একই সাথে আনলিমিটেড কলিং থেকে শুরু করে ১০০ টা এসএমএস, জিও টিভি সাবস্ক্রিপশন থেকে শুরু করে জিও 7 প্রো সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। এই প্ল্যান রিচার্জ করলে বৈধতা থাকবে ২৮ দিনের জন্য।
উপরিউক্ত সমস্ত সুবিধার পাশাপাশি লেন্স জিওর ক্ষেত্রে যেটা বেশি পাওয়া যাবে সেটা হল আনলিমিটেড ৫জি ইন্টারনেট পরিষেবা। যেখানে বেশিরভাগ ভারতীয় স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ফোর জি ডেটা রয়েছে সেখানে রিলায়েন্স জিও বিনামূল্যে আনলিমিটেড ৫জি দিচ্ছে। আর সেটা উপভোগ করার জন্য ২৬৯ এর প্ল্যানটি একেবারে লোভনীয়।
Airtel 265 Plan এর সুবিধা
এবার আসা যাক এয়ারটেলের ২৬৫ টাকার প্লানের কথায়। আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন ও ২৬৫ টাকা রিচার্জ করেন তাহলে প্রতিদিন 1 জিবি করে মাসিক ২৮ জিবি ডাটা পেয়ে যাবেন। এরসাথে আনলিমিটেড কলিং থেকে শুরু করে প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে পাবেন। এক্ষেত্রেও হাইস্পিড ডাটা শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
এয়ারটেলের এই ২৬৫ টাকার প্ল্যান রিচার্জ করলে হ্যালো টিউনস ও উইন্ট মিউজিকের সাবস্ক্রিপশন পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। এই রিচার্জের বৈধতা থাকবে আঠাশ দিনের জন্য। তবে দামে মাত্র চার টাকা কম হলেও এই প্লানের ক্ষেত্রে ডাটা কিন্তু মিলবে জিওর থেকে ১৪ জিবি কম।
জিও হোক বা এয়ারটেল আপনি যদি স্মার্ট ফোনে ডাটা ব্যবহার করেন এবং কম দামে বেশি হাই স্পিড যেটা পাওয়াই আপনার প্রধান লক্ষ্য হয়, সেক্ষেত্রে রিলায়েন্স জিও আপনাকে বেশি ভ্যালু দেবে। কারণ দুটি রিচার্জ প্ল্যানের মধ্যে দামের তফাৎ মাত্র চার টাকা, অথচ রিলায়েন্স এ রিচার্জ করলে আপনি প্রতি মাসে ১৪ জিবি ডাটা বেশি পাবেন। শুধু তাই নয় জিও টিভি ও জিও সাবানের মতো সার্ভিস ফ্রিতে পাওয়ার তেওলাতে আপনার বিনোদনের ব্যবস্থাও একই সাথে কমপ্লিট হয়ে যাবে।