ইন্ডিয়াতে টেলিকম সেক্টরে এককালে বিপ্লব নিয়ে এসেছিল রিলায়েন্স জিও। বিনামূল্যে হাই স্পিড ৪জি ডেটা সাথে আনলিমিটেড কলিং এর মত সুবিধা দিয়ে গ্রাহকদের মন এককথায় জিতে নিয়েছিল জিও। এবার জিও নিয়ে এলো ছোটো রিচার্জে ধামাকা অফার। ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং সবই আছে এই প্ল্যানে তও আবার ১৫০ টাকার মধ্যে।
এমনিতে জিওর প্রায় সমস্ত প্লেনেই হাইস্পীড ডেটা রয়েছে সাথে রয়েছে আনলিমিটেড কলিং। তবে কিছু সময় আমরা সস্তা বা ছোট রিচার্জের খোঁজ করি। এবার যারা সস্তায় রিচার্জের খোঁজ করেন তাদের জন্য কোনো সুবিধায় আপোষ না করে রিলায়েন্স জিও এনেছে কিছু সাশ্রয়ী প্ল্যান। ১৫০ টাকার মধ্যেই রয়েছে দুটি প্ল্যান যাতে হাইস্পীড ডেটা থাকে শুরু করে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান গুলি সম্মন্ধে।
১৪৯ টাকার প্ল্যান –
এই প্লানটি জিও এর সস্তার প্লানের মধ্যে বেশ জনপ্রিয়। এই রিচার্জের সাথে গ্রাহকেরা পেয়ে যাবেন ২৪ জিবি ডেটা সাথে ২৪ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ প্রতিদিন ১ জিবি হরে মিলবে ডেটা। সাথে থাকবে জিও টু জিও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। জিও থেকে অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য থাকবে ৩০০ মিনিটের ফ্রি লিমিট। এখানেই শেষ নয় থাকছে প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধাও। তবে এই প্লেনটি ছাড়াও আরো একটি প্ল্যান রয়েছে জিওর যেটি আরো সস্তা।
১২৯ টাকার প্ল্যান –
রিলায়েন্স জিও মাত্র ১২৯ টাকার এই প্ল্যানটি মূলত তাদের জন্য বানিয়েছে যাদের কথা বলার প্রয়োজন বেশি পরে, ডেটার ব্যবহার তুলনামূলক ভাবে কম হয়। এই ১২৯ টাকার প্লানে গ্রাহক ২৮ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। সাথে থাকবে ২ জিবি ৪জি ডেটা ও জিও টু জিও আনলিমিটেড কলিংয়ের সুবিধা। অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য থাকবে ১০০০ মিনিট নন জিও কলিং। সাথে থাকবে ৩০০টি ফ্রি এসএমএস।
জিওর এই প্ল্যান দুটি সবচাইতে সস্তার প্ল্যান হলেও জিও সিনেমা, জিও সাওয়ানের মত অ্যাপ একেবারেই নিখরচায় ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা এই প্লানগুলি দিয়ে রিচার্জ করলেই।