• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেওয়ালি আগে বাম্পার অফার অন্য রিলায়েন্স Jio! খুশী কোটি কোটি গ্রাহক

টেলিকম দুনিয়াতে বিপ্লব এসেছিল রিলায়েন্স জিওর (Reliance Jio) হাত ধরে। আনলিমিটেড হাই স্পিড ডেটা থেকে শুরু করে আনলিমিটেড কলিং জিও আসার আগে এই সুবিধা পেতে গেলে খসাতে হত মোটা টাকা!কিন্তু জিও আসার পর তা পাল্টে যায়। বাকি টেলিকম অপারেটররা বাধ্য হয় প্রতিযোগিতামূলক রিচার্জ প্ল্যান বের করতে।

তবে বিগত সময়ে Jio তার প্লানের মূল্য কিছুটা বাড়িয়েছে। গত বছর ডিসেম্বর মাসে কম খরচে ফোরজি ফোন ও ডেটা প্যাক লঞ্চ করলেও। তাতে বিশেষ কোনো সুবিধা ছিল না। যে প্ল্যান ছিল তাতে বৈধতা পাওয়া জেট মাত্র ২৮ দিন। এবার এই জিওফোনের জন্য বার্ষিক প্ল্যান আনল জিও।

   

মোট ৩টি নতুন বার্ষিক প্ল্যান এনেছে রিলায়েন্স জিও, যথা – ১০০১, ১৩০১, ১৫০১। প্রতি প্লানের ক্ষেত্রেই থাকবে ৩৩৬ দিনের বৈধতা। অর্থাৎ সারা বছরের রিচার্জ হবে বার একেবারেই। আসুন এবার জেনে নিই এই প্ল্যান গুলি সম্মন্ধে।

জিও ফোন রিচার্জ  প্ল্যান ১০০১

জিও ফোনের সবচেয়ে সস্তার বার্ষিক প্ল্যান হল এটি। এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন জিও টু জিও আনলিমিটেড কলিং। সাথে অন্যান্য নেটওয়ার্কে কল করার জন্য থাকবে ১২০০০ মিনিট ফ্রি কলিং। সাথে পাবেন মোট ৪৯ জিবি হাই স্পিড 4জি ডেটা।অর্থাৎ ১৫০ এমবি প্রতিদিন। এরপরেও ফ্রি ডেটা পাবেন, কিন্তু সেক্ষেত্রে স্পিড কমে যাবে।সাথে থাকবে ১০০ করে দৈনিক ফ্রি এসএমএস। এই প্ল্যানের বৈধতা থাকছে ৩৩৬ দিন।

জিও ফোন রিচার্জ  প্ল্যান ১৩০১

এই রিচার্জ বাকি সমস্ত ফিচার ১০০১ টাকার প্লানের মতোই।তবে এক্ষেত্রে হাই স্পিড ডেটা পাওয়া যাবে ১৬৪ জিবি। অর্থাৎ প্রতিদিন ৫০০ এমবি। এছাড়াও থাকবে জিও আপের সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩৩৬ দিন।

জিও ফোন রিচার্জ  প্ল্যান ১৫০১

এই হল জিও ফোনের বার্ষিক প্ল্যানের সর্বোচ্চ প্ল্যান। এক্ষেত্রেও ১০০১ টাকা প্ল্যানের সমস্ত সুবিধা পাওয়া যাবে। তবে সাথে থাকা হাই স্পীড ডেটার পরিমান বেড়ে যাবে। এই প্ল্যানে মোট ৫০৪ জিবি ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন ১.৫ জিবি করে হাইস্পীড ডেটা পাওয়া যাবে। সাথে জিও আপের সাবস্ক্রিপশন তো থাকছেই। এই প্ল্যানটির বৈধতা থাকবে ৩৩৬ দিন।

site