টেলিকমের (Telecom) বাজারে প্রতিযোগিতা চরমে। বাজারে জিও (Reliance Jio) আর এয়ারটেলের (Airtel) মধ্যে যেন লড়াই তুঙ্গে প্রায় প্রতিদিনই নতুন নতুন সমস্ত অফার লঞ্চ হচ্ছে। কোনটা সস্তায় দিচ্ছে বেশি ডেটা। আবার কোনোটায় থাকছে সস্তায় বেশি দিনের বৈধতা আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে অজস্র প্ল্যান সামনে আসছে রোজই। এবার গ্রাহকদের জন্য দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হল জিও।
এই দুর্দান্ত অফারগুলি মূলত জিও ফোন ব্যবহারকারীদের জন্যই। আর এই প্লানগুলি মূলত অল ইন ওয়ান প্ল্যান, যা মাত্র ২২ টাকা থেকে শুরু হয়ে ১৫২ টাকা পর্যন্ত রয়েছে। আসুন এই প্লানগুলি সন্মন্ধে বিশদে জেনে নেওয়া যাক।
জিওফোন প্ল্যান ১৫২
- প্রতিদিন ২ জিবি ডেটা।
- ২৮ দিনের বৈধতা।
- সমস্ত জিও পরিষেবার ফ্রি সাবস্ক্রিপশন।
- এই ক্ষেত্রে কলিং ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না।
জিওফোন প্ল্যান ১০২
- প্রতিদিন ১ জিবি ডেটা।
- ২৮ দিনের বৈধতা।
- এই ক্ষেত্রে কলিং ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না।
- সমস্ত জিও পরিষেবার ফ্রি সাবস্ক্রিপশন।
জিওফোন প্ল্যান ৭২
- প্রতিদিন ০.৫ জিবি (৫০০ এমবি) ডেটা।
- ২৮ দিনের বৈধতা।
- এই ক্ষেত্রে কলিং ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না।
- সমস্ত জিও পরিষেবার ফ্রি সাবস্ক্রিপশন।
জিওফোন প্ল্যান ৫২
- মোট ৬ জিবি ডেটা।
- ২৮ দিনের বৈধতা।
- এই ক্ষেত্রে কলিং ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না।
- সমস্ত জিও পরিষেবার ফ্রি সাবস্ক্রিপশন।
জিওফোন প্ল্যান ২২
- মোট ২ জিবি ডেটা।
- ২৮ দিনের বৈধতা।
- এই ক্ষেত্রে কলিং ও এসএমএস এর সুবিধা পাওয়া যাবে না।
- সমস্ত জিও পরিষেবার ফ্রি সাবস্ক্রিপশন।