• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পেশাই যখন নেশা! লোকাল ট্রেনে হিন্দি গানে নেচে তাক লাগালো ‘রেখা’! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Published on:

আজও সমাজে বৃহন্নলাদের প্রতিক্ষেত্রে অসংখ্য তাচ্ছিল্য অবজ্ঞা সইতে হয়। হাজার শিক্ষিত হলেও তারা তাদের প্রাপ্য সম্মানটুকু সবক্ষেত্রে পায়না। কিন্তু এই সমাজের বাঁধাধরা নীচ মানসিকতাকে তুড়ি মেরে এবার সকলের মন জিতে নিল রেখা। পেশায় একজন কিন্নর হলেও নেশা যে তার নাচ তা পারফেক্ট মুভস, এক্সপ্রেশন এবং কোমর দোলানোর কায়দা দেখেই বোঝা গেছে।

মুম্বই শহরের লোকাল ট্রেনে প্রায়শই এই দৃশ্য চোখে পড়ে। কিন্তু নেটপাড়ায় এই দৃশ্য এক্কেবারে নতুন। সম্প্রতি তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে লোকাল ট্রেনের লেডিস কামরায় মহানন্দে নাচছেন এক বৃহন্নলা। জানা গিয়েছে এই কিন্নরের নাম পূজা শর্মা ওরফে রেখা। মুম্বইয়ের মহল্লায় বেশ জনপ্রিয় এই রেখা।

যেমন তার নাচের কায়দা, তেমন এক্সপ্রেশন কমতি নেই সাজপোশাকেও। মুম্বইয়ের নয়া সেনসেশন এই সুন্দরী কিন্নর। ভিডিওতে দেখা যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় টিপ আর গা ভর্তি গয়নায় সেজেছেন ‘রেখা’। যেন অবিকল মাধুরি দিক্ষীত। ‘বাহারা’ গানে তার নাচের বাহারের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ১০ লাখ নেটনাগরিক দেখে ফেলেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥