• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ে নতুন ইনিংস শুরু! স্টারপ্লাসের হাত ধরে এবার ছোট পর্দায় ফিরছেন বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখা

Published on:

৬৫ এর কোঠায় বয়স, তবু রেখার গ্ল্যামার কোনোও অংশে কমেনি। একসময়ে বক্স অফিসে একের পর এক হিট দিয়েছেন অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শুধু হিন্দিতেই করেছেন ১৮০ টির বেশি ছবি। আজও তার পুরোনো ছবিগুলির অভিনয় ও নাচের দক্ষতা হার মানায় এযুগের তাবড়-তাবড় অভিনেত্রীদের। এক চেটিয়ে ছবি করে যাওয়া অভিনেত্রী বেশ কিছুদিন ব্রেক নিয়েছিলেন স্ক্রিন থেকে। দীর্ঘ দিন পর্দায় মুখ দেখাননি তিনি।

কিন্তু এবার স্টার প্লাসের হাত ধরে ছোট পর্দায় স্বমহিমায় ফিরতে চলেছেন এভারগ্রিন অভিনেত্রী রেখা। জানা যাচ্ছে আগামী দিনে স্টার প্লাসের নতুন শো ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মেঁ’তে দেখা যাবে তাকে। এদিন এই শো-এরই প্রোমো সামনে আসতেই তা মুহুর্তে ভাইরাল হয় নেটপাড়ায়।

https://www.instagram.com/p/CFyMxLNHdtu/

প্রোমোর শুরুতেই নিজের গলায় কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের বিখ্যাত গান গুম হ্যায় কিসিকে পেয়ার মেঁ গুনগুন করতে শুরু করেন রেখা। আজও সেই একই আবেদন, একই হাসি, একউ চাহনি। সোনালি রঙের শাড়িতে আজও রেখায় মুগ্ধ দর্শক। এতদিন পর ইতিমধ্যেই চাতকের মত তাকে পর্দায় দেখার অপেক্ষা করতে শুরু করে দিয়েছেন তার ভক্তকূল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥