• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেবারে মায়ের মুখ বসানো! সৌন্দর্যে বলি অভিনেত্রীদের টেক্কা দেবে রিমা লাগুর মেয়ে, রইল ভাইরাল ছবি

Published on:

Reema Lagoo’s daughter Mrunmayee Lagoo’s picture went viral

রিমা লাগু (Reema Lagoo) এমন একজন অভিনেত্রী যিনি নিজের কাজের মাধ্যমে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছিলেন। টেলিভিশনের পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও, নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন তিনি। ‘হাম আপকে হ্যায় কৌন’ থেকে ‘কল হো না হো’- বলিউডের ইতিহাসের একাধিক সুপারহিট ছবিতে রিমাকে দেখা গিয়েছে।

তবে বলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী আজ আর আমাদের মধ্যে নেই। ২০১৭ সালের ১৮ মে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিমা। তবে এবার, মৃত্যুর ৫ বছর পর ফের এই অভিনেত্রী অনুরাগীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। সৌজন্যে তাঁর কন্যা (Reema Lagoo’s Daughter) মৃন্ময়ী।

Reema Lagoo

সম্প্রতি রিমার কন্যা মৃন্ময়ীর (Mrunmayee Lagoo) বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। যা নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রীর কন্যাকে দেখে নেটিজেনদের একাংশের মতে, মৃন্ময়ীকে একেবারে তাঁর মায়ের মতো দেখতে। আর সেই কারণেই মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁর ছবি। অনুরাগীরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দেন।

রিমা কন্যা মৃন্ময়ী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন। প্রায়ই অনুরাগীদের সঙ্গে নিজের জীবনের নানান মুহূর্ত এবং প্রিয়জনদের সঙ্গে তোলা নিজের কিছু ছবি ভাগ করে নেন। এর মধ্যে যেমন একটি ছবিতে প্রয়াত অভিনেত্রী রিমা তথা মায়ের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।

Mrunmayee Lagoo

মায়ের সঙ্গে মৃন্ময়ীর তোলা সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসি মুখে মেয়েকে জড়িয়ে ধরে রয়েছেন রিমা। সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে, মায়ের সঙ্গে মৃন্ময়ীর শুধুমাত্র মুখের মিলই ছিল না। বরং রিমার সঙ্গে তাঁর কন্যার বন্ডিংটাও বেশ অটুট ছিল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীরা মৃন্ময়ী এবং রিমার এই ছবিতে মিষ্টি মিষ্টি কমেন্ট করে ভরিয়ে দিচ্ছেন।

Reema Lagoo with her daughter

রিমা লাগু হিন্দি সিনেমার পাশাপাশি মারাঠি সিনেমাতেও কাজ করেছেন। পাশাপাশি থিয়েটারের জগতেরও পরিচিত নাম ছিলেন তিনি। অভিনয় ছিল তাঁর প্রাণ। সেই কারণেই হয়তো মৃত্যুর আগের দিন পর্যন্ত একটি ধারাবাহিকের শ্যুটিং করেছিলেন রিমা। এরপর আচমকাই শ্যুটিং সেরে ফেরার পর বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হন তিনি এবং কয়েক ঘণ্টার মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥