দেশ জুড়ে এখন বলিউড বাদশাহ শাহরুখ খানের (Shahrukh Khan) ‘পাঠান’ (Pathan) ফিভার। এমনিতে মুক্তির আগে থেকেই তুমুল চর্চায় রয়েছে এই সিনেমা। সেইসাথে দারুন হিট হয়েছে এই সিনেমার একাধিক গান। বিশেষ করে পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ (Jhoome Jo Pathan ) গান। এবার এই গানে নাচতে দেখা গেল বাংলা সিনেমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-শতাব্দী রায় (Prosenjit Chatterjee Shatabdi Roy), তাপস পাল-ইন্দ্রাণী দত্তের (Tapas Pal Indrani Dutta)মতো অভিনেতা অভিনেত্রীদের।
কিন্তু সবাই হয়তো ভাবছেন এটা কি করে সম্ভব! কারণ দুঃখের বিষয় ভিডিওতে থাকা তাপস পাল প্রয়াত হয়েছেন আজ থেকে প্রিয় ৩ বছর আগেই। আসলে সম্প্রতি শাহরুখের পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানের একটি মিম বানিয়েছেন জনৈক এক নেটিজেন। সেই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-শতাব্দী রায়, তাপস পাল-ইন্দ্রাণী দত্তের একটি পুরোনো সিনেমার গানের দৃশ্যে পাঠানের গান এডিট করে বসিয়ে দিয়েছেন সৌম্যদীপ শতপতি নামে একজন নেটিজেন। আর ভিডিওটিরই ক্যাপশানে তিনি লিখেছেন ‘তাপস পাল বড় পাঠান, প্রসেনজিৎ ছোট পাঠান, ঝুমেজ পাঠান।’
ভিডিওটি আপলোড করা মাত্রই নেটপাড়ায় তা ভাইরাল হতেও সময় লাগেনি একফোঁটাও। কমেন্ট সেকশনে সবাই সৌম্যদীপের শিল্পীসত্ত্বা এবং ভিডিও উভয়েরই দারুন প্রশংসা করেছেন। প্রসঙ্গত সৌম্যদীপের বানানো এই ভিডিওটি আসলে ১৯৯৪ সালের ‘তুমি যে আমার’ সিনেমার গান। সে সময় এই সিনেমাটির পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক ইন্দর সেন। সঙ্গীত পরিচালনা করে ছিলেন বাবুল বোস। সিনেমাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিকও।
(ভিডিওটি দেখার জন্য উপরের লিংকে ক্লিক করুন )
প্রসঙ্গত গত মাসে মুক্তির পর থেকেই শাহরুখ-দীপিকা-জন অভিনীত পাঠান ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। পেয়েছে সুপার হিট সিনেমার তকমা। জানা যাচ্ছে দ্বিতীয় বুধবার পর্যন্ত পাঠানের হিন্দি ভার্সান সিনেমার আয় ৩৪৮.৫০ কোটি। এছাড়া প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী মোট ৬৩৪ কোটি সংগ্রহ করে ফেলেছে কিং খানের এই কামব্যাক সিনেমা।