‘সঞ্জু’র পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। দর্শকরা একেবারে অধীর আগ্রহে দিন গুনছিলেন বিগ বাজেট ছবি ‘শামশেরা’র (Shamshera) জন্য। কিন্তু মুক্তি পেতেই একেবারে মুখ থুবড়ে পড়ল যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি। বক্স অফিসে ঝড় তোলা তো দূরে থাক, প্রথম তিন দিনে সাকুল্যে মাত্র ৩১.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। তবে এই ছবি সুপারফ্লপ হলেও, বেশ কয়েকটি জিনিস কিন্তু নির্মাতাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে।
‘শামশেরা’য় অভিনয়ের দিক থেকে বলা হলে, সেই অর্থে খামতি খুঁজে পাওয়া যায় না। দ্বৈত চরিত্রে রণবীর এবং খলনায়কের চরিত্রে সঞ্জয় দত্ত ভালো অভিনয় করেছেন। তবে দর্শকদের আগ্রহ ধরে রাখার জন্য প্রয়োজন হয় ভালো কাহিনী এবং পরিচালনার। আর দুই দিকেই ব্যর্থ হয়েছে ছবিটি।
করণ মলহোত্রা পরিচালিত এই ছবিটির সবচেয়ে দুর্বল দিকই হল কাহিনী এবং পরিচালনা। ছবির প্রথমার্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছবির পুরো কাহিনী দর্শকদের জানা হয়ে যাবে। দ্বিতীয়ার্ধ না দেখলেও ক্লাইম্যাক্স বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। একইভাবে প্রায় ৩ ঘণ্টার এই ছবিতে একটানা দর্শকদের মনোযোগ ধরে রাখতে গেলে যে আঁটোসাঁটো প্রেক্ষাপট এবং নির্দেশনা হওয়া প্রয়োজন, তাও নেই রণবীরের এই ছবিতে।
ছবির নির্মাতাদের মনে রাখতে হবে এই সময়টা ওটিটির যুগের। কোভিড পরবর্তী এই সময়ে সিনেমার নামে যা খুশি দর্শকদের পরিবেশন করে দেওয়া যায় না। তাহলে কিন্তু তাঁরা সেই ছবির দিক থেকে মুখ ফিরিয়েই নেবে। কারণ এখন আর যাই হোক, ওটিটির সৌজন্যে তাঁদের কাছে ‘অপশন’এর অভাব কিন্তু নেই।
‘শামশেরা’কে দর্শকদের অনেকেই যেমন বলেছেন, ওটিটি চালিত এই যুগের ছবি এটি নয়। এখন দর্শক ভালো কনটেন্ট, পরিচালনা, অভিনয় দেখতে চায়। স্টার কাস্ট দেখে এখন আর দর্শকরা সিনেমা দেখেন না। তাই নির্মাতাদেরও পরিণত দর্শকদের পছন্দ-অপছন্দের দিকে খেয়াল রেখেই কিন্তু সিনেমা বানাতে হবে। নাহলে পরিণতি এমনটাই হবে।
তবে এগুলি ছাড়াও, ‘শামশেরা’ আরও একটি বিষয় বেশ পরিষ্কার করে দিয়েছে। তা হল, বর্তমান সময়ে সিনেমার হিট-ফ্লপের মাপকাঠির বদল। আগে যে সিনেমাকে সুপারহিট বলা হতো, এখন তা শুধুই হিট, আগের হিট সিনেমা এখন মাঝারি ব্যবসা করা সিনেমা এবং আগের মাঝারি ব্যবসার সিনেমা এখন ফ্লপ। আর এখনকার ফ্লপের কথা তো ছেড়েই দিলাম। তাই সিনেমা হিট করা কিন্তু এখন আর অত সহজ ব্যাপার নয়। দর্শকদের মন জয় করে ভালো ব্যবসা করতে হলে, দর্শকদের পছন্দ-অপছন্দকেও গুরুত্ব দিতে হবে নির্মাতাদের।