অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এক সময় একের পর এক হিট ছবি করেছিলেন। কিন্তু ইদানিং তাকে বড় পর্দায় সেরকম খুব একটা দেখা যায়না। যেন অভিনেত্রীর ছবির যতটা ভাটা পড়েছে। তবে কেন এমনটা হচ্ছে! অভিনেত্রীকেই ছবির অফার পাচ্ছেন না? নাকি খুব বেছে বেছে ছবি করছেন অভিনেত্রী।
তবে বলিউডের এই অভিনেত্রী বহু তারকাদের সাথে কাজ করলেও বলিউড অভিনেতা ইমরান হাসমির সাথে তাকে এখনো পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি। কিন্তু কেন এই অভিনেতার সাথে কোনো ছবিতে কাজ করেননি ঐশ্বর্য রাই বচ্চন! আসলে ঐশ্বর্য সত্যি সত্যিই ছবি বেছে বেছে কাজ করেন। যে কোনো ছবি এলেই কাজ করবেন এমনটা ঐশ্বর্য নন। সমস্ত দিক বিবেচনা করে তবেই ছবিতে কাজ করে থাকেন অভিনেত্রী।
ইমরান হাশমির ক্ষেত্রে ব্যাপারটি আরো গম্ভীর। বাদশাহ ছবির সময় ইমরান হাশমির সাথে কাজ করার কথা উঠলে অভিনেত্রী সোজাসুজি না করে দেন। এর আসল কারণ শুধু মাত্র অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নয়, বরং দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততা রয়েছে বহু দিনের। যদিও অভিনেত্রীর যে অন্তরঙ্গ দৃশ্যে শুটিং করতে অসুবিধা নেই তা প্রকাশ পায় “অ্যায় দিল হ্যায় মুশকিল” ছবিতে। তবে একসময় ইমরান হাশমি ঐশ্বর্যকে প্লাষ্টিক সুন্দরী বলেছিলেন। এরপর থেকে দুজনের সম্পর্ক বলতে গেলে আধায় কাছ কলায়।
শুধু যে ইমরান হাশমি তা নয় অনেকেই ঐশ্বর্যের সুন্দরতা নিয়ে মন্তব্য করেছিলেন। অভিনেত্রী সেদিকে তেমন কান না দিলেও যে সমস্ত তারকারা তার রূপ নিয়ে মন্তব্য করেছিলেন তাদের ব্ল্যাক লিস্ট করেছেন। সেই ব্ল্যাক লিস্টের মধ্যেই রয়েছেন অভিনেতা ইমরান হাশমি যার জেরেই ইমরান ও ঐশ্বর্য এই জুটিকে বড় পর্দায় দেখতে পাওয়া যায়নি এপর্যন্ত। যদিও ভবিষ্যতে কোনো মিরাকেল ঘটলে এই জুটিকে বড় পর্দায় দেখা যেতেই পারে।