• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাইগারের কথায় কান না দিয়ে অনস্ক্রিন চুমুতে মজেছিলেন দিশা! এটাই কি তাদের ব্রেকাপের কারণ?

Published on:

বলিউডের জনপ্রিয় কাপলের তালিকায় ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। তাদের প্রেমের গভীরতার কথা কম বেশি সকলেরই জানা। কিন্তু হঠাৎই তারা ব্রেকাপের সিদ্ধান্ত কেন নিলেন এই নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। তবে কি টাইগারকে দেওয়া কথা রাখতে না পারার জেরেই এই বিচ্ছেদ?
ভ্যালেন্টাইন ডে’তেই মহাসমারোহে এই তারকা জুটি প্রকাশ্যে আনেন তাদের প্রেম কাহিনী। দুজনে সারাক্ষণই আঠার মতো লেগে থাকত একে অপরের সাথে।

তবে হঠাৎ কী হল? কেন এগোলোনা তাদের প্রেম কাহিনী? টাইগার বরাবরই সম্পর্কের ব্যাপারে বেশ যত্নশীল। দিশাকে খুবই আগলে রাখতেন তিনি। টাইগার যে একইসাথে খুবই পজেজিভও তাও বোঝা যায় তার ব্যবহারে। দিশার ছোট পোশাক পরা নিয়েও টাইগারের ছিল বেজায় আপত্তি।

তবে দিশাও কম যাননা। তিনিও টাইগারের উপর চাপিয়েছিলেন একাধিক শর্ত।তার দাবি অনস্ক্রিন কোনোও অন্তরঙ্গ দৃশ্য এমনকি কিস-ও করতে পারবেন না টাইগার। তবে টাইগারকে দিয়ে করানো প্রতিজ্ঞা রাখতে পারলেন না তিনি নিজেই। মালাঙ্গ ছবিতে দিশার দীর্ঘ চুম্বনের দৃশ্য মুহূর্তে হয়ে উঠেছিল ভাইরাল। যদিও ততদিনে সম্পর্কে ইতি টেনেছেন দুজনেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥