• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবীর চ্যাটার্জীর গালে রয়েছে এক ক্ষত চিহ্ন! জানুন এর পিছনের অজানা রহস্য

Published on:

টলিউড,Tollywood,আবীর  চট্টোপাধ্যায়,Abir Chatterjee,দাগ,Mark,গাল,Check,রহস্য,Secret,অজানা কথা,Unknown Story

টলিউডের (Tollywood) বং ক্রাশ আবীর  চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। আট থেকে আশি সকলেই এই টলিউড অভিনেতার অন্ধ ভক্ত। বড়পর্দায় কখনও  তিনি সকলের পছন্দের ব্যোমকেশ বক্সী। আবার কখনো মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অত্যন্ত সাধারণ একজন যুবক তথা আদর্শ স্বামী।

গত সপ্তাহেই মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যপক সাড়া ফেলে দিয়েছে  ঋতাভরী চক্রবর্তী এবংআবীর চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ (Fatafati) সিনেমা। এই সিনেমারমধ্যে দিয়ে বডিশেমিং  এর বিরুদ্ধে যে বার্তা দেওয়া হয়েছে তা এককথায় মুগ্ধ করেছে দর্শকদের। সিনেমাটি দেখার পর প্রত্যেক মেয়েই চাইছেন তাঁদের জীবনেও বাচস্পতির মতোই স্বামী আসুক।

Abir Chatterjee then and now look

প্রসঙ্গত আবীর চট্টোপাধ্যায় যে দুর্দান্ত একজন অভিনেতা সে কথা সকলেরই জানা। কিন্তু কেউ কি জানেন আবীর চট্টোপাধ্যায়ের ডান গালে থাকা এই দাগের রহস্য কি? আসলে আবীরের গালের এই দাগটি কিন্তু তাঁর জন্ম থেকেই ছিল না। আসলে খুব ছোট বয়সেই একবার এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেতা।

সেই থেকেই  গালের দাগটাই আবীরের অলংকার হয়েই রয়ে গিয়েছে। জানা যায় অভিনেতা যখন ক্লাস সেভেনে পড়তেন সে সময় এক বৃষ্টির দিনে স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। আর বৃষ্টির ফলে রাস্তাঘাট বেশ পিছলও  ছিল। এমন সময় তার সামনে আচমকাই একটা বিড়াল চলে আসে।

টলিউড,Tollywood,আবীর  চট্টোপাধ্যায়,Abir Chatterjee,দাগ,Mark,গাল,Check,রহস্য,Secret,অজানা কথা,Unknown Story

আর তখনই নিয়ন্ত্রণ না রাখতে পেরে আচমকাই স্লিপ খেয়ে আবীর পড়ে গিয়েছিলেন রাস্তায়।আর তখনই সাইকেলের হাতল এসে লেগেছিল অভিনেতার গালে। আর তাতেই তাঁর গালে খুব বাজে ভাবেই কেটে গিয়েছিল এরপর বড় হওয়ার সাথে সাথে সেই ক্ষত সেরে গেলেও দাগটা কিন্তু মোছেনি আজও।

আর এই ভাবেই ভীড়ের মধ্যে থেকেও আবীরের গালের এই দাগটাই তাঁকে বাকিদের মধ্যেও আলাদাভাবে চিহ্নিত করে। তাই তিনি যে চরিত্রই অভিনয় করুন না কেন তাঁর গালের এই দাগটাই যেন তাঁকে আরও বেশি আকর্ষণীয় করে  তোলে। অন্তত এমনটাই বলে থাকেন আবীরের অসংখ্য মহিলা অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥