• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বং ক্রাশ ঋতাভরীর সাথে সৃজিতের সম্পর্ক টিকল না কেন? ফাঁস হল আসল কারণ

Published on:

টলিউড,Tollywood,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraboty,সৃজিত মুখার্জি,Srijit Mukherjee,চর্চিত প্রেম,Rumour Relation,বিচ্ছেদ,Break Up

বিনোদন জগত হোক কিংবা বাস্তবে সম্পর্কের ভাঙা গড়া এখনকার দিনে যেন একপ্রকার জল ভাতে পরিণত হয়েছে। এখনকার দিনে এমন অনেক প্রাক্তন জুটির উদাহরণ রয়েছে,যেখানে দেখা যায় এক বছর আগেও যারা এক সাথে হাসি মুখে ছবি তুলে খুল্লামখুল্লা প্রেম করতেন বছর ঘুরতে ঘুরতেই ফাটল ধরতে দেখা যায় সেই সম্পর্কে।

এই যেমন টলি (Tollywood) সুন্দরী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraboty)। কিছুদিন আগে পর্যন্তও তাঁর সাথে বেশ মাখোমাখো প্রেম ছিল পেশায়  চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের (Tathagata Chattapadhay)। সব ঠিক থাকলে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতেন তাঁরা। কিন্তু এরইমাঝে ছড়িয়ে পড়ে তাঁদের বিচ্ছেদের (Break Up) গুঞ্জন।  অবশেষে জল্পনায় সিলমোহর দিয়ে সম্পর্ক পরিণতি পাওয়ার আগেই তথাগতর সাথে বিচ্ছেদ ঘোষণা করেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী নিজেই।

Ritabhari Chakraborty with love Tathagata Chatterjee

তথাগত যখন ঋতাভরীর জীবনে অতীত ঠিক তখনই নতুন করে উঠে এসেছে অভিনেত্রীর সাথে তাঁর আরেক প্রাক্তনের সম্পর্কের কথা। এখানে কথা হচ্ছে ঋতাভরী চক্রবর্তী এবং টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির (Srijit Mukherjee) চর্চিত প্রেম নিয়ে (Rumour Relation)। একটা সময় টলিপাড়ায় জোর গুঞ্জন ছিল ‘চতুষ্কোণ’ সিনেমা করতে গিয়েই ঋতাভরীর সাথে জমে উঠেছে পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্কের সমীকরণ।

সালটা ছিল ২০১৭, এই সময় থেকেই শুরু শুরু হয়েছিল তাঁদের প্রেমের গুঞ্জন। সে সময় শুটিংয়ের ফাঁকেই ঋতাভরীর সাথে চুটিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে শুরু করে ডিনার কিংবা লাঞ্চ ডেটে যেতেন পরিচালক সৃজিত। আর এসব কিছুই সেসময় জায়গা করে নিত সংবাদ শিরোনামে। জানা যায় সেই সময় ঋতাভরী মাঝেমধ্যেই কাজের সূত্রে মুম্বাই যেতেন। তখন তাঁকে বিমানবন্দরে নিজে গিয়ে নিয়ে আসতেন খোদ  পরিচালক।

টলিউড,Tollywood,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraboty,সৃজিত মুখার্জি,Srijit Mukherjee,চর্চিত প্রেম,Rumour Relation,বিচ্ছেদ,Break Up

এমনকি ঋতাভরীর  বার্থডে পার্টিতেও সশরীরে হাজির হতে দেখা যেত সৃজিত মুখার্জীকে।সেসময়  অভিনেত্রীকে সৃজিতের নিজের হাতে কেক খাওয়ানোর ছবিও হয়েছিল ক্যামেরাবন্দী। সব মিলিয়ে সৃজিত ঋতাভরীর  সম্পর্কের রসায়ন চোখ এড়ায়নি কারও।

একবার তো অভিনেত্রী মুখ ফসকে বলেও ফেলেছিলেন ‘গত তিন বছরে ভালবাসার চেয়ে সৃজিতের সঙ্গে ঝগড়া করেছি অনেক বেশি’। ঋতাভরী সৃজিতের সাথে সুখের সংসার পাতার স্বপ্ন দেখলেও সৃজিত কিন্তু বরাবরই তাদের এই সম্পর্কটা লুকিয়ে রাখতে চেয়েছিলেন। শেষমেষ আচমকাই এই সম্পর্কের  ছন্দপতন ঘটে। হঠাৎ শোনা যায় সৃজিত ঋতাভরির সম্পর্কে ফাটল ধরেছে।

টলিউড,Tollywood,ঋতাভরী চক্রবর্তী,Ritabhari Chakraboty,সৃজিত মুখার্জি,Srijit Mukherjee,চর্চিত প্রেম,Rumour Relation,বিচ্ছেদ,Break Up

সে সময় সৃজিতের একটা ছবিতে ঋতাভরির নায়িকা হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তাঁর পরিবর্তে অভিনয় করেছিলেন সায়ন্তিকা। এরপর হঠাৎ করে দুজনের মধ্যে যোগাযোগ নিভে যায় এবং পরবর্তীতে পরিচালক বিয়ে করেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সঙ্গে। আর ঋতাভরীও  পরবর্তীতে সম্পর্কে জড়ান চিকিৎসক তথাগতর সঙ্গে। তবে সম্প্রতি যেমন ঋতাভরি-তথাগতর সম্পর্ক ভেঙেছে তেমনি ইদানিং শোনা যাচ্ছে সৃজিত মিথিলার সম্পর্কের তিক্ততার কথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥