• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০ বছরের লিভ ইন থেকে একাধিক প্রেম, তবুও এই কারণে আজও অবিবাহিত টাবু!

Published on:

Reason why tabu is still unmarried even after liv in and love relationships

সিনেমা জগতে সুন্দরী অভিনেত্রী তো অনেকেই রয়েছেন কিন্তু বলিউড অভিনেত্রী (Bollywood Actress) টাবুর (Tabu) মতো এভারগ্রিন বিউটি কিন্তু খুবই কম চোখে পড়ে। তবে দুঃখের বিষয় এই যে এত সুন্দর রূপ-যৌবন থাকা সত্ত্বেও আজও কাউকে বিয়ে করেননি এই জনপ্রিয় বলিউড অভিনেনেত্রী। তবে একটা সময় তাঁর সাথে সাউথের এক জনপ্রিয় সুপারস্টারের লিভ-ইন  রিলেশনশিপে থাকার ব্যাপক গুঞ্জন ছিল।

প্রসঙ্গত বলিউড ইন্ডাস্ট্রিতে টাবু এমনই একজন অভিনেত্রী যার ব্যক্তিত্ব সৌন্দর্য এবং রুচিশীল ব্যবহার সবকিছুই দৃষ্টি আকর্ষণ করে যে কারও।তাই কোনদিন কোন পুরুষ এই বলে সুন্দরীর প্রেমে পড়েন নি এ কথা সত্যিই একপ্রকার অবিশ্বাস্য। আসলে হয়তো টাবু হয়তো তাঁর ভালবাসার উপযুক্ত পুরুষ খুঁজে পান নি কোনোদিন। তবে একসময় তাঁর সাথে নাম জড়িয়েছে একাধিক অভিনেতার।

Tabu

তেমনই  একসময়  টাবুর সাথে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের। যা নিয়ে সেসময় কম জলঘোলা হয়নি। টাবুর সাথে বলিউডের সিংঘম অজয় দেবগনের সম্পর্ক থাকার কথাও শোনা গিয়েছে একসময়।

কথাটা একপ্রকার স্বীকার করে নিয়েই পুরোনো এক সাক্ষাৎকারে রসিকতা করে অভিনেত্রী নিজেই  বলেছিলেন অজয় দেবগনের জন্য নাকি আজ পর্যন্ত তাঁর বিয়ে হল না! আসলে টাবুর তুতো ভাই সমীর আর্যর ছোটবেলার বন্ধু অজয়। তাই সেই সূত্রেই যখনই কোনো ছেলে টাবুর  কাছে আসতেন তখনই তাঁরা তাদের মারধর করে তাড়িয়ে দিতেন।

বলিউড,Bollywood,টাবু,Tabu,অবিবাহিত,Unmarried,আক্কেনেনি নাগার্জুন,Akkeneni Nagarjun,সম্পর্ক,Relationship,লিভ ইন,Live in

তবে শোনা যায় টাবু সাউথের এক জনপ্রিয় অভিনেতার সাথে দশ বছর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। সেই অভিনেতা আর কেউ নন,আক্কেনেনি নাগার্জুন। তবে তাঁদের সম্পর্ক পরিণতি না পেলেও আজও যোগাযোগটা রয়ে গিয়েছে। টাবুর সাথে এই অভিনেতার  সম্পর্ক খানিকটা বলিউডের অমিতাভ বচ্চন আর রেখার সম্পর্কের মত।

বলিউড,Bollywood,টাবু,Tabu,অবিবাহিত,Unmarried,আক্কেনেনি নাগার্জুন,Akkeneni Nagarjun,সম্পর্ক,Relationship,লিভ ইন,Live in

সম্পর্ক পরিণতি না পেলেও তাঁরা এখনও যোগাযোগটা রেখে দিয়েছেন একে অপরের সাথে। নাগার্জুন বিবাহিত হওয়ায় তিনি আজ অবধি টাবুকে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারেননি। তবে নাগার্জুন সুখের বিবাহিত জীবন কাটালেও টাবু কিন্তু আর কোনদিন বিয়ে করেননি কাউকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥