• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি, কি হয়েছিল ছোট্ট এভিলিনের? জানালেন অ্যালবার্ট কাবোর স্ত্রী

Published on:

Reason behind Saregamapa fame Albert Kabo's daughter Evelyn sudden death

Albert Kabo wife opens up after loosing their daughters: সারেগামাপা (Saregamapa) খ্যাত আলবার্ট কাবোর (Albert Kaboo) মেয়ে একরত্তি এভিলিনের (Evelyn) মৃত্যু সংবাদে  কার্যত মুষড়ে পড়েছে গোটা নেটপাড়া। মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে চারদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছিলেন কাবো।  যা দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। এতোটুকু বয়সে এভিলিনের মৃত্যুর খবর প্রথমে যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না।

প্রসঙ্গত মেয়ের অসুস্থতার কথা জানিয়ে আগেই সংবাদমাধ্যমে কাবো জানিয়েছিলেন তাঁর মেয়ে অসুস্থ রয়েছে তাই কলকাতার এক নামী হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মাত্র সাড়ে ৮ মাস বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই ফুটফুটে শিশু কন্যাটি। কিন্তু ঠিক কি হয়েছিল ওই একরত্তির?

সারেগামাপা,Saregamapa,আলবার্ট কাবো,Albert Kaboo,শিশুকন্যা,Baby Girl,এভিলিন,Evelyn,পূজা ছেত্রী,Pooja Chetri

তা জানতেই সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কাবোর সাথে।  কিন্তু এদিন কাবোর বদলে ফোন ধরেছিলেন তাঁর স্ত্রী পূজা। তিনি এদিন  ধরা গলায় জানিয়েছেন ‘আমার মেয়ের হার্টের সমস্যা ছিল। শুধু হার্টের নয় আরও বেশ কিছু শারীরিক সমস্যা ছিল। চেষ্টা করেছি সুস্থ করার কিন্তু পারলাম না। চারদিন হলো ও আর নেই।’

সোমবার তাঁর সৎকার পরবর্তী কিছু আচার অনুষ্ঠান রয়েছে বলেও জানিয়েছেন পূজা। বোঝাই যাচ্ছে, এতোটুকু দুধের শিশুকে হারিয়ে একেবারে শোকে পাথর অ্যালবার্ট কাবো এবং তার গোটা পরিবার। জানা গিয়েছে ৩ জুলাই এভিলিনকে হারিয়েছিলেন কাবো এবং তার স্ত্রী পূজা।

আরও পড়ুনঃ ঠিক এভাবেই দেখতে চেয়েছিলাম! এক্কাদোক্কার ‘অনাধিকা’ জুটিকে দেখে চোখ জুড়োল দর্শকদের

Saregamapa fame Albert Kaboo Lepcha lost his baby girl

আরও পড়ুনঃ বেঁচে রয়েছে স্বয়ম্ভু! জ্যাসের হাতে ধোলাই খেয়েই ভয়ে কাঁপছে উৎসব, ফাঁস ‘জগদ্ধাত্রী’র আগাম পর্ব

তার পরের দিনই চার জুলাই মেয়ে হারানোর যন্ত্রণা বুকে চেপে হাসিমুখে মেয়ে কোলে নিয়ে একটি ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় গায়ক লিখেছিলেন ‘গল্পটা শেষ হলেও যাত্রাটা নয়। আমাদের জীবনের সবচেয়ে মিষ্টি গানটা গেয়েছো তুমি। আমাদের ধ্রুবতারা হয়ে থেকো। আর আমাদের পথ দেখিও। ওপারে ভালো থেকো। তোমার আত্মার শান্তি কামনা করি এভিলিন লেপচা।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥