এই মুহূর্তে বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়াল। ইতিমধ্যেই টানা তিন সপ্তাহ বেঙ্গল টপার হয়ে হ্যাট্রিক করেছে পর্দার জগদ্ধাত্রী ওরফে জ্যাস।
যা থেকে খুব সহজেই আঁচ করা যায় বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ইদানিং এই সিরিয়ালের জনপ্রিয়তা কতখানি। ধারাবাহিকে জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। আর তারই সৎ বোন অর্থাৎ খলনায়িকা মেহেন্দি (Mehendi)-র চরিত্রে এতদিন অভিনয় করছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সঞ্চারী দাস (Sanchari Das)।
কিন্তু সদ্য এই সিরিয়ালে এসেছে বড়সড় পরিবর্তন। রাতারাতি মেহেন্দি চরিত্রের মুখ বদলে আনা হয়েছে নতুন নায়িকা। যার ফলে এখন ধারাবাহিকে মেহেন্দি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলিভিশন জগতের পরিচিত মুখ ঋতুরাই আচার্য (Riturai Acharya) কে। প্রসঙ্গত খল চরিত্র (Negative Role) হলেও এতদিনে মেহেন্দি চরিত্রে সঞ্চারীর অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।
তাই মাঝপথেই জগদ্ধাত্রী থেকে সঞ্চারী সরে আসায় মন খারাপ অনুরাগীদের। প্রথমে সঞ্চারীর জগদ্ধাত্রী ছাড়ার কারণ হিসাবে যা যাচ্ছিল অসুস্থতার কারণে সিরিয়াল থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এরইমধ্যে টেলি পাড়ায় ঘোরাফেরা করছে অন্য খবর। জানা যাচ্ছে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেকের নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছিল সঞ্চারীকে। যা তার জীবনের ওপর প্রভাব ফেলছিল।
তাই অভিনেত্রী সরাসরি সিরিয়ালের প্রোডাকশন হাউসকে জানিয়ে দিয়েছিলেন তার পক্ষে আর এই চরিত্র করা সম্ভব নয়। এ প্রসঙ্গে প্রোডাকশন হাউসের তরফেও জানানো হয়েছে ‘সঞ্চারী দাসকে ধারাবাহিক শুরুর আগেই জানানো হয়েছিল মেহেন্দি চরিত্রটি নেগেটিভ চরিত্র’। কিন্তু এখন মাঝপথেই সঞ্চারী এই সিরিয়াল থেকে সরে আসায় এখন তার পরিবর্তে অভিনয় করছে ‘কড়িখেলা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ঋতুরাই আচার্য। এখন দেখার সঞ্চারী অভিনীত মেহেন্দি চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে কতখানি গ্রহণযোগ্য হয়।