শুরুর আগে থেকেই দর্শকদের মনে ব্যাপক প্রত্যাশা জাগিয়েছিল স্টার জলসার নতুন সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। দর্শকদের নজর কেড়েছিল এই ধারাবাহিকের দুর্দান্ত কাস্টিং। এই ধারাবাহিকে নায়ক সাহেবের চরিত্রে অভিনয় করছেন ‘মোহর’ খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা প্রতীক সেন (Pratik Sen)। তার বিপরীতে নায়িকা চিঠির চরিত্রে দেখা যাচ্ছে সাঁঝের বাতি খ্যাত আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy) কে।
যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই ধারাবাহিকে সাহেব মুখার্জি বাংলার একজন জনপ্রিয় রকস্টার তিনি। তার গান শুনে মুগ্ধ বাংলার অসংখ্য তরুণী। কিন্তু শুরুর দিকেই চক্রান্তের শিকার হয়ে নিজের একটা পা হারিয়ে ফেলেন সাহেব। তারপর থেকেই নিজেকে ঘরে বন্দি করে রেখে সবকিছু থেকে আলাদা করে নিয়েছেন তিনি। আর ঠিক তখনই তাকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে আসতে এক মুঠো খোলা হাওয়ার মত এন্ট্রি নেয় পেশার মহিলা পিয়ন চিঠি।
সমস্ত প্রতিকূলতা কাটিয়ে সাহেবকে জীবনের নতুন ছন্দে ফিরিয়ে নিয়ে আসাই এই চিঠির মূল লক্ষ্য। ইতিমধ্যেই নানান ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে বিয়ে হয়েছে সাহেব চিঠির। কিন্তু এতো ভালো সিরিয়ালের গল্প আর দুর্দান্ত কাস্টিং হওয়া সত্ত্বেও কিন্তু টিআরপি (TRP)-তে খুব একটা ছাপ ফেলতে পারছে না এই ধারাবাহিক। প্রতি সপ্তাহেই কমছে সিরিয়ালের টিআরপি স্কোর। চলতি সপ্তাহে ৫.১ নম্বর পেয়ে স্লট লিডার হয়েছে ঠিকই কিন্তু গত সপ্তাহের তুলনায় নাম্বার গিয়েছে কমে।
আর এখানেই চিন্তার ভাঁজ সাহেবের চিঠি সিরিয়ালের অনুরাগীদের কপালে। আসলে এখনকার দিনে সব সিরিয়ালের ক্ষেত্রেই টিআরপিই শেষ কথা। তাই কোন কারণে টিআরপি কমলে সেই সিরিয়ালের আয়ু যতই কম হোক না কেন তা বন্ধ করে দিতে দুবার ভাবেন না চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু সাহেবের চিঠি সিরিয়ালের টিআরপি কমার কারণ কি সম্প্রতি তা নিজেরাই খুঁজে বার করেছেন এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা।
প্রথম কারণ হিসেবে দর্শকদের একটা বড় অংশই দায়ী করেছে ধারাবাহিকের খলনায়িকা রাইমাকে। এই চরিত্রের অভিনেত্রী দেবলীনা কুমারের ওভার এক্টিং দিনে দিনে বিরক্তির কারণ হয়ে উঠেছে দর্শকদের। সকলের দাবি এই খলনায়িকা চরিত্রের দেবলীনাকে নেওয়া একেবারেই ঠিক হয়নি নির্মাতাদের। আবার অনেকেই কারণ হিসেবে দাবী করছেন সাহেবের চিঠি সিরিয়ালের রিপিট টেলিকাস্টের সময় কে। দর্শগহকদের দাবি রাতের রিপিট টেলিকাস্ট বন্ধ করে যদি পরের দিন দেখানো হয় তাহলেই টিআরপি বাড়ার সম্ভাবনা থাকবে।